January 26, 2025
তিস্তার কাউনিয়া পয়েন্টে পানির বিপৎসীমা পরিবর্তন হয়েছে

তিস্তার কাউনিয়া পয়েন্টে পানির বিপৎসীমা পরিবর্তন হয়েছে

Read Time:3 Minute, 23 Second

চলতি বন্যা মৌসুমে তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে একাধিকবার বিপৎসীমা অতিক্রম করেছে। ওই পয়েন্টে বিপৎসীমা ধরা হয়েছিল ২৮.৭৫ সেন্টিমিটার।

সেটা আজ মঙ্গলবার থেকে বাড়িয়ে কাউনিয়া পয়েন্টে বিপৎসীমা ধরা হয়েছে ২৯.৩১ সেন্টিমিটার। ৫৬ সেন্টিমিটার বৃদ্ধি করে বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে। এতদিন ওই পয়েন্টে কেন বার বার পানি বিপৎসীমার ওপরে যাচ্ছিল, এর কারণ খুঁজে পাওয়ায় পানি উন্নয়ন বোর্ড নতুন বিপৎসীমা নির্ধারণ করেছে।

তিস্তা নদীর ওপর ডালিয়া ব্যারাজ চালু হয়েছে ১৯৯২ সালে। ডালিয়া ব্যারাজ চালুর পর থেকে বর্ষা মৌসুমে সর্ব প্রথম পানি বিপৎসীমা অতিক্রম করে আসছে ডালিয়া পয়েন্টে। ৩ দশকের বেশি সময় ধরে এই অবস্থা চলে আসলেও এবার ব্যতিক্রম ঘটেছে। তিস্তার পানি ডালিয়া পয়েন্টে প্রথমে বিপৎসীমা অতিক্রম না করে কাউনিয়া পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে। এর কারণ কী? পানি উন্নয়ন বোর্ড তা অনুসন্ধান করে আজ মঙ্গলবার ঢাকা থেকে হাইড্রোলজি বিভাগ ওই পয়েন্টে পানি পরিমাপের লেভেল বাড়িয়ে দেয়।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, কাউনিয়ার তিস্তা রেল সেতু এলাকায় কয়েকটি চর জেগে উঠেছে। চরের কারণে পানির লেভেল ওপরে উঠে যাচ্ছে। কিন্তু পানি বিপৎসীমা অতিক্রম করলেও নদীর দুই কূল উপচিয়ে পানি লোকলয়ে প্রবেশ করেনি। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের নজরে এলে তারা ঢাকার হাউড্রোলজি বিভাগের সাথে যোগাযোগ সঙ্গে করে। তারা বিষয়টি অনুসন্ধান করে দেখতে পান জেগে উঠা চরের কারণে এমনটা হচ্ছে। তাই পানি পরিমাপের লেভেল বাড়িয়ে দিয়ে নতুন করে বিপৎসীমা নির্ধারণ করা হয়।

এদিকে, খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েকদিন বৃষ্টিপাত ও উজানের ঢলে কাউনিয়া উপজেলায় তিস্তা ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে নদী পাড়ের মানুষ। তিস্তা নদী বেষ্টিত কাউনিয়া উপজেলার গদাই এলাকার প্রায় কয়েক শতাধিক পরিবার ভাঙন ঝুঁকিতে রয়েছে। এ ছাড়াও চর এলাকায় কয়েকশত পরিবারের বসতভিটা নদী গর্ভে চলে যাওয়ার শঙ্কা রয়েছে।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম বলেন, ডালিয়ার পরিবর্তে কাউনিয়া পয়েন্টের পানি কেন বিপৎসীমা অতিক্রম করছে, এর কারণ জানতে হাইড্রোলজি বিভাগে জানান হয়েছিল। তারা নতুন করে বিপৎসীমা নির্ধারণ করে দিয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
দিনাজপুরে ধানখেত থেকে এক সাঁওতাল নারীর লাশ উদ্ধার Previous post রমেকের ডরমেটরি থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার
পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারীর মৃত্যু Next post গাইবান্ধায় বাস উল্টে একজনের মৃত্যু