
তিস্তার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে
উজানের ঢলে পানি বৃদ্ধি পেয়ে তিস্তার পানি আবারো বিপৎসীমা থেকে ১১ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। ফলে লালমনিরহাট জেলার পাঁচ উপজেলার নদী তীরবর্তী বাসিন্দারা আবারো বন্যার আশঙ্কা করছেন।
আজ শুক্রবার বিকেল ৩টার দিকে তিস্তা ব্যারেজের দোয়ানী পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২.২৬ সেন্টিমিটার, (স্বাভাবিক ৫২.১৫ সেন্টিমিটার) যা বিপৎসীমার ১১ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এর আগে আজ দুপুর ১২টায় তিস্তা ব্যারেজপয়েন্টে পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হয়। তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীর তীরবর্তী এলাকা এবং নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। এতে লালমনিরহাট জেলার ৫ উপজেলার নদী তীরবর্তী ৩,০০০ থেকে ৪,০০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ রাশেদীন ইসলাম বলেন, দুপুর ১২টায় তিস্তার পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত ছিল যা বিকেল ৩টার দিকে বিপৎসীমার ১১ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বেড়ে যাওয়ায় লালমনিরহাটের ৫ উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল এবং চরের বসতবাড়িতে পানি প্রবেশ করতে শুরু করছে। এতে করে নদীরপাড়ের মানুষ বন্যার আশঙ্কা করছেন।
এদিকে, পানি বৃদ্ধির সাথে সাথে সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছ বাগডোরা, হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না গড্ডিমারি ও আদিতমারী উপজেলার খুনিয়াগাছ, কালমাটি এলাকায় আবারো বন্যা দেখা দিতে পারে।
গড্ডিমারির ইউপি সদস্য মোঃ জাকির হোসেন বলেন, ‘সকাল হতে তিস্তার পানি বেড়েই চলেছে। বিপৎসীমার ওপর দিয়ে তিস্তার পানি প্রবাহিত হওয়ায় অত্র এলাকার নিম্নাঞ্চল তলিয়ে যেতে শুরু করেছে’।
গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল জানান, ‘অত্র ইউনিয়নের ৬টি ওয়ার্ড তিস্তা নদীরপাড়ে অবস্থিত। তিস্তার পানি বাড়ার সাথে সাথে অত্র এলাকায় বন্যা দেখা দেয়। নদীরপাড়ের মানুষের সার্বক্ষণিক খোঁজখবর নেয়া হচ্ছে’।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আসফাউদ্দৌলা বলেন, আগামী ২-৩ দিনে উজানে ভারী বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। আবার বৃষ্টিপাত বেশি হলে তিস্তা নদীর পানি বিপৎসীমার আরো ছাড়িয়ে যেতে পারে।
লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ উল্যা বলেন, বন্যা মোকাবেলায় আমাদের সব রকম ভাবে প্রস্তুত আছি। তিস্তাপাড়ের মানুষকে সতর্ক করার পাশাপাশি সব ধরনের দুর্যোগ মোকাবিলা করতে পারবো।

আরোও খবর পড়ুন
তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে
গত কয়েক দিনের ভারি ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৮ সেন্টিমিটার নিচ...
লালমনিরহাটে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
লালমনিরহাটে বজ্রপাতে মোঃ রাসেল মিয়া(১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লালমনিরহাট সদর...
কাউনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ বিতরণ
রংপুর জেলার কাউনিয়া উপজেলায় তিস্তার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আজ শনিবার দুপুরে টেপা মধুপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণ সামগ্রী বিতরণ...
তিস্তায় নিখোঁজের ১৭ দিন পর মিলল লাশ
রংপুর জেলার গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসলে নেমে নিখোঁজ মোঃ নাইস আহম্মেদ (১৯) নামের এক শিক্ষার্থীর লাশ ১৭ দিন পর উদ্ধার...
লালমনিরহাটে গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী বিরুদ্ধে
লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে শ্বাসরোধ ও নির্যাতন করে মোছাঃ মিতু আক্তার (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী...
পাটগ্রামে এক গৃহবধূর লাশ উদ্ধার
লালমনিরহাট জেলার পাটগ্রাম পুলিশ মোছাঃ বিউটি বেগম (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের...