November 9, 2024
রংপুরে তিস্তায় পানিতে ৪ হাজার পরিবার পানিবন্দি

রংপুরে তিস্তায় পানিতে ৪ হাজার পরিবার পানিবন্দি

Read Time:2 Minute, 47 Second

ভারী বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢল ও রংপুরে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে করে জেলার কাউনিয়া, গঙ্গাচড়া এবং পীরগাছা উপজেলার নদীর তীরবর্তী নিম্নাঞ্চল, চর ও দ্বীপ চরের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৪ হাজার পরিবার।

রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, আজ শনিবার সকাল ৬টায় তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমার ৪১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এরপর পরবর্তী ১০ ঘন্টায় তিস্তা নদীর পানি ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সন্ধ্যা ছয়টায় বিপদসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এতে গঙ্গাচড়া উপজেলার নোহালী, কোলকোন্দ,আলমবিদিতর, লহ্মীটারী, গজঘন্টা, মর্ণেয়া, কাউনিয়া উপজেলার বালাপাড়া, টেপামধুপুর ও পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নে তিস্তা নদীর নিম্নাঞ্চলের এলাকা প্লাবিত হয়েছে। গত ২৪ ঘন্টায় রংপুরে ১৩১ মিলিমিটার বৃষ্টিপাতের তথ্য জানিয়েছে রংপুর আবহাওয়া অফিস।

গঙ্গাচড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম জানায়, উপজেলার ৭ টি ইউনিয়নে আড়াই থেকে ৩ হাজার পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। এর মধ্যে নোহালী, কোলকোন্দ, গজঘণ্টা, লক্ষীটারী ও মর্নেয়া ইউনিয়নে পানিবন্দি বেশি। উপজেলা প্রশাসনের উদ্যোগে তাদের মাঝে খাদ্য বিতরণ কার্যক্রম অব্যহত রয়েছে। কাউনিয়া এবং পীরগাছা উপজেলায় ১,০০০ পরিবার পানি বন্দি রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম বলেন, উত্তরাঞ্চল ও এর উজানে আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে করে উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা এবং ঘাঘট নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। তিস্তা নদীর কিছু পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার পূর্বাভাস রয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
গোবিন্দগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা হয়েছে Previous post গোবিন্দগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা হয়েছে
বেগম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বৃক্ষরোপণ Next post বেগম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বৃক্ষরোপণ