November 9, 2024
নবাবগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু

নবাবগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু

Read Time:2 Minute, 12 Second

দিনাজপুর জেলার নবাবগঞ্জে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পাদুমহার গ্রামের উত্তর খেতের মাঠে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পাদুমহার গ্রামের মৃত জোনাব আলীর ছেলে মোঃ রাজা মিয়া (৫২) ও পার্শ্ববর্তী ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের চৌরিগাছা গ্রামের মৃত অলিমুদ্দিনের ছেলে শাজাহান আলী (৪৫)। শাজাহান বেয়াই রাজা মিয়ার বাড়ি বেড়াতে এসেছিলেন।

বজ্রপাতে দুই বেয়াইয়ের মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল ওয়াদুদ।

রাজা মিয়ার ভাই মোঃ বাবু মিয়া বলেন, গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে দুই বেয়াই ধানখেতে ঘাস কাটতে যান। সন্ধ্যা পেরিয়ে গেলেও তাঁদের কোন খোঁজ পাচ্ছিলাম না। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১০টার দিকে মাঠের এক শ্যালোমেশিনের ছাউনির নিচে তাঁদের মরদেহ পাওয়া যায়।

ওসি আব্দুল জানান, ধানখেতে ঘাস কাটার সময় বৃষ্টি শুরু হলে দুই বেয়াই খেতের পাশে থাকা একটি শ্যালোমেশিনের ছাউনিতে আশ্রয় নেয়। এই সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়। ঘটনা জানার পর ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ Previous post কুড়িগ্রামে আওয়ামী লীগের নেতা–কর্মীর নামে মামলা
গাইবান্ধায় টার্মিনাল থেকে বাস উধাও! Next post পলাশবাড়িতে চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই