September 8, 2024
রংপুরে বিদ্যুতায়িত হয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু

ফুলবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু

Read Time:2 Minute, 6 Second

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় তাঁর বাবা ও ছোট ভাই আহত হয়েছেন।

আজ রবিবার (২৮ জুলাই) সকালে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোগারকুটি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া কৃষক হলেন মোঃ আজিজুল ইসলাম (৪৫)। তিনি বড়ভিটা ইউনিয়নের ঘোগারকুটি গ্রামের মোঃ নূর ইসলামের ছেলে। আহত হয়েছেন মোঃ নূর ইসলাম ও তাঁর ছোট ছেলে নূরনবী। এসব বিষয় নিশ্চিত করেন বড়ভিটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু।

আজিজুলের চাচাতো ভাই হযরত আলী জানায়, আজ ফজরের নামাজের পর আজিজুল জমিতে সেচ দিতে বাড়ির পাশে পাম্পঘরে যায়। এই সময় অসাবধানতাবশত ভেজা হাতে বৈদ্যুতিক পাম্পের সুইচে হাত দেওয়ার সঙ্গে বিদ্যুতায়িত হয় তিনি। ঘটনাস্থানের পাশে থাকা বাবা নুর ইসলাম এবং ছোট ভাই নূরনবী তাঁকে উদ্ধারে এগিয়ে এলে তাঁরাও বিদ্যুতায়িত হয়।

পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুলকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হোমায়রা খাতুন জানান, ‘আজিজুল ইসলামকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। অন্য দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
ছাত্রীকে বিবস্ত্র করে মারপিট, লজ্জায় আত্মহত্যা করে ছাত্রী Previous post ছাত্রীকে বিবস্ত্র করে মারপিট, লজ্জায় আত্মহত্যা করে ছাত্রী
খানসামায় নাশকতা প্রস্তুতির মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার Next post খানসামায় নাশকতা প্রস্তুতির মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার