January 26, 2025
সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জনের মৃত্যু

Read Time:2 Minute, 45 Second

কু‌ড়িগ্রা‌ম জেলার রাজারহাটে পৃথক জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে বাবা-ছেলেসহ ৩ জ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। গতকাল রবিবার সন্ধ্যা সা‌ড়ে ৭টার দি‌কে উলিপুর উপ‌জেলার দলদ‌লিয়া ইউনিয়‌নের অর্জুন লালমস‌জিদ এলাকার আবু তা‌হের (৫৫) ও তার ছে‌লে মোঃ রা‌সেল মিয়া (১৭) মারা যান। বিষয়‌টি নি‌শ্চিত কর‌ছেন দলদ‌লিয়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী।

অপরদিকে রাজারহাটে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট মারা গেছেন আজাদ আলী (৫৫) নামের একজন ব্যক্তি।

এই ঘটনা নিশ্চিত করেছেন রাজারহাট উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসানুল করিম। তি‌নি জানায়, সন্ধ্যায় মোঃ রা‌সেল মিয়া বা‌ড়ির বৈদ্যুতিক বোর্ডের কাজ কর‌ছিল। এই সময় সে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হ‌লে চিৎকার দেয়। তাকে বাঁচাতে যান বাবা আবু তা‌হে‌র। দুইজনই বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে ঘটনাস্থানে মারা যায়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) গোলাম মর্তুজা জানায়, খবর পে‌য়ে ঘটনাস্থানে লোক পাঠা‌নো হ‌য়ে‌ছে। এই বিষয় আইনি ব্যবস্থা নেওয়া হ‌বে।

এদি‌কে রবিবার বি‌কাল সা‌ড়ে ৫ টার দি‌কে রাজারহাট উপ‌জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অ‌টো‌রিকশা চালকের মৃত্যু হয়। তার নাম আজাদ আলী। তি‌নি উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ পূর্বটারী গ্রামের বাবর আলীর ছেলে। বি‌কালে আজাদ তার অটোরিকশা‌ চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এই সময় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে রাজারহাট উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক মৃত‌ ঘোষণা ক‌রেন।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে রাজারহাট উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবা‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার (আরএমও) আহসানুল ক‌রিম জানান, হাসপাতা‌লে নিয়ে আসার আগেই তার মৃত্যু হ‌য়ে‌ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
ঘোড়াঘাটে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক Previous post পঞ্চগড়ে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার কারাদণ্ড!
তিস্তার কাউনিয়া পয়েন্টে পানির বিপৎসীমা পরিবর্তন হয়েছে Next post তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে