December 13, 2024
দিনাজপুরে ধানখেত থেকে এক সাঁওতাল নারীর লাশ উদ্ধার

মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু

Read Time:1 Minute, 47 Second

রংপুর জেলার পীরগাছায় মোটরসাইকেলের চাকার সাথে ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এর আগে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের জলপাইতল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোছাঃ আফরোজা বেগম (৪০) উপজেলার নেকমামুদ বাজারের কসমেটিকস ব্যবসায়ী মোঃ মনোয়ার হোসেনের স্ত্রী।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর সাথে মোটরসাইকেলে চেপে পার্শ্ববর্তী সুন্দরগঞ্জ উপজেলার চৈতন্য বাজারে বাবার বাড়ি যাচ্ছিল মোছাঃ আফরোজা বেগম। পথিমধ্যে তাম্বুলপুরের জলপাইতল এলাকায় নিজের পরিধেয় ওড়না চলন্ত মোটরসাইকেলের চাকার সাথে পেঁচিয়ে গেলে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। এই সময় তিনি জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার সকালে তিনি মারা যান।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
ঘোড়াঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু Previous post সুন্দরগঞ্জে তিস্তায় এক কৃষক নিখোঁজ
রংপুর মেডিকেল কলেজ কমপ্লিট শাট ডাউন! Next post রমেক হাসপাতালে এক দালালের কারাদণ্ড