October 8, 2024
তেঁতুলিয়ায় প্রতিবন্ধী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ!

তেঁতুলিয়ায় প্রতিবন্ধী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ!

Read Time:3 Minute, 53 Second

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১৪) সংবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ৪ জন তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা। তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে বলেও জানায় তিনি।

এর আগে একই দিন সকালে জেলার তেঁতুলিয়া মডেল থানায় ওই বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর চাচা ৪ জন তরুণের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনকে আসামি করে মামলা করেন।

গ্রেফতাররা হলেন, তেঁতুলিয়ার দর্জিপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে আব্দুল্লাহ (২০), মাগুড়া দর্জিপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে মোঃ নাহিদ হাসান (১৭ বছর), দর্জিপাড়া বাগানবাড়ি এলাকার সাইফুলের ছেলে মোঃ সাব্বির হোসেন (১৯) ও দর্জিপাড়া বাগানবাড়ি এলাকার আব্দুল জলিলের ছেলে রেদোয়ান হোসেন রতন (১৭)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা জানান, ওই বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর বাড়ি নীলফামারী জেলার ডোমার উপজেলায়।গত ৫ সেপ্টেম্বর তিনি বাসযোগে তেঁতুলিয়াতে আসে। সন্ধ্যায় তেঁতুলিয়া বাজার থেকে দর্জিপাড়া এলাকার আব্দুল্লাহ তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিয়ে যায় দর্জিপাড়া গ্রামের বুড়া ঠাকুরের আস্তানায়। সেখানে একটি ঘরে রাতে আব্দুল্লাহসহ দুইজন তাকে ধর্ষণ করে। পরেরদিন ৬ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে দর্জিপাড়া ফরেস্টে নিয়ে আব্দুল্লাহ, নাহিদ, রতন ও সাব্বিরসহ ৬ থেকে ৭ জন তরুণ পালাক্রমে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে।

এর মাঝে গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে ওই তরুণীকে দর্জিপাড়া ফরেস্টে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে তেঁতুলিয়া মডেল থানায় নিয়ে যায়। সীমান্ত এলাকায় হওয়ায় রাতেই বিজিবির সহযোগিতায় থানা পুলিশ অভিযান চালিয়ে এই ৪ জন তরুণকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

পরে শনিবার (৭ সেপ্টেম্বর) তেঁতুলিয়া মডেল থানায় ওই কিশোরীর চাচা গ্রেফতার চার তরুণ ও অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে মামলা করেন।

পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা আরো বলেন, আমরা যৌথ অভিযানে দ্রুত ধর্ষণের সঙ্গে জড়িতদের মধ্যে ৪ জন তরুণকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেফতাররাও আমাদের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে। তাদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। একই সঙ্গে অন্য আসামিদেরও গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ইধরনের ঘটনা এড়াতে আমরা তৎপর আছি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
জমি দখলের অভিযোগ কিশোরগঞ্জের জাতীয় পাটির সভাপতির বিরুদ্ধে Previous post জমি দখলের অভিযোগ কিশোরগঞ্জের জাতীয় পাটির সভাপতির বিরুদ্ধে
রংপুরে হেফাজতের গণসমাবেশে দেওয়াল চাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু Next post কোটা সংস্কার আন্দোলনে নিহত তাহিরের মরদেহ কবর থেকে উত্তোলন