November 3, 2024

পীরগাছায় ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

Read Time:3 Minute, 8 Second

রংপুর জেলার পীরগাছা উপজেলায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শিশুকে ধর্ষণের অভিযোগে মোঃ সোহেল রানা নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালতের বিচারক।

আজ রবিবার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক মোঃ রোকনুজ্জামান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, রংপুর জেলার পীরগাছা উপজেলার বিরাহিম কুটিয়ালপাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী স্কুলের লেখাপড়ার পাশাপাশি একই গ্রামের সুরুজ আলীর স্ত্রী মোছাঃ মর্জিয়া বেগমের কাছে আরবি শিক্ষা গ্রহণ করত। এ জন্য প্রতিদিন সকালে ওই বাড়িতে আরবি পড়তে যেত। মর্জিয়া বেগমের ছেলে আসামি মোঃ সোহেল রানা প্রায়ই ওই শিশুটিকে বিভিন্নভাবে উত্যক্ত করতো। ২০১৬ সালের ১ আগস্ট সকালে শিশুটি মোছাঃ মর্জিয়া খাতুনের বাড়িতে আরবি পড়তে যায়। ওই সময় মর্জিয়া খাতুন বাসায় না থাকার সুযোগে মোঃ সোহেল রানা শিশুটিকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামি পালিয়ে যায়। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পীরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মোঃ সোহেল রানা ও তার সহযোগী মোছাঃ রত্না বেগমকে আসামি করে মামলা করেন।

মামলাটি বিচার শুরু হলে বিচারক আসামি মোঃ সোহেল রানাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সাথে ১ লক্ষ টাকা জরিমানার আদেশ দেন। অন্য দিকে আসামি মোছাঃ রত্না বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন আদালত ২ এর বিশেষ পিপি মোঃ জাহাঙ্গীর হোসেন তুহিন জানান, এক শিশুকে জোর করে ঘরের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করার ঘটনায় সর্বোচ্চ সাজা প্রদান করায় বাদী পক্ষ ন্যায়বিচার পেয়েছে বলে আমি মনে করি।

অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী মোঃ জহিরুল ইসলাম বলেন, তার মক্কেল ন্যায় বিচার পাননি, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
গঙ্গাচড়ায় গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেফতার হয়েছে Previous post পীরগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
দিনাজপুরের তরুনী অপহরণ এবং ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার Next post দিনাজপুরের তরুনী অপহরণ এবং ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার