![মামলা করলে আমাদের ক্ষতি হতে পারে: ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বাবা](https://rcn24bd.com/wp-content/uploads/2022/10/20221005_180153-min.jpg)
মামলা করলে আমাদের ক্ষতি হতে পারে: ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বাবা
নীলফামারী জেলার ডিমলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে মাধ্যমিক একটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনসার উদ্দিনের বিরুদ্ধে। কিন্তু এই বিষয়ে মামলা করতে সাহস পাচ্ছেন না ভুক্তভোগী স্কুলছাত্রীর দিনমজুর পিতা। তিনি জানান, আমি খুব গরিব মানুষ। এটা নিয়ে মামলা করলে আমাদের ক্ষতি হতে পারে। তারা প্রভাবশালী।
উপজেলার বালাপাড়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। অভিযুক্ত মনসার উদ্দিন (৬৫) ওই এলাকার বালাপাড়া নিউ মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি।
ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার বাবার দিনমুজুরির পাওনা টাকা আনতে প্রতিবেশী একজন ব্যক্তির বাড়িতে যায় ওই স্কুলছাত্রী। সেখান থেকে ফেরার পথে ওই ছাত্রীর মুখ চেপে পাশের ভুট্টাখেতে নিয়ে যান প্রতিবেশী মনসার উদ্দিন। এরপর মেয়েটিকে ধর্ষণ করেন এবং এই ঘটনা কাউকে না জানাতে ভয়ভীতি দেখান।
পরে মেয়েটি বাড়িতে গিয়ে তার দাদিকে বিষয়টি জানায়। ঘটনার পর থেকে মনসার আলী পলাতক রয়েছে।
এই ঘটনার পর স্কুলছাত্রীর বাবা বিচার পেতে স্থানীয় গণ্যমান্যদের কাছে মৌখিকভাবে বিচার দিলেও থানায় মামলা করতে পারেননি।
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা জানান নিজের অসহায়ত্বের কথা। তিনি বলেন, ‘আমি গরিব মানুষ। মামলা চালানোর সামর্থ্য নেই। তাই বিচার পেতে গ্রামবাসীকে জানিয়েছি। এটা নিয়ে মামলা করলে আমাদের ক্ষতি হতে পারে। তারা অনেক প্রভাবশালী।’
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানায় যে, অভিযুক্ত ব্যক্তি স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় স্কুলছাত্রীর পরিবার ভয়ভীতির মধ্যে রয়েছে। একটি চক্র সালিসের মাধ্যমে মীমাংসা করে দেওয়ার কথা বলে মামলা করতে বাধা দিচ্ছে। তাই আমরাও কিছু করতে পারছি না।
স্থানীয় ইউপি সদস্য মোঃ মামুন ইসলাম বলেন, ‘ওই স্কুলছাত্রীর বাবা মৌখিকভাবে বিষয়টি আমাকে জানিয়েছেন। ঘটনা শোনার পর আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছি।’
ডিমলা থানার তদন্ত কর্মকর্তা দেবাশীষ রায় বলেন, ‘এই ঘটনায় অভিযোগ পাইনি। তবে বিভিন্ন মাধ্যমে ঘটনাটি জানতে পারি। ওই স্কুলছাত্রী ও তার বাবার সঙ্গে পুলিশ কথা বলেছে। ভুক্তভোগী পরিবারকে সকল প্রকার আইনি সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। তারা লিখিত অভিযোগ দিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
এই বিষয়ে জানতে অভিযুক্ত মনসার উদ্দিনের বাড়ি গেলে তাঁকে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা কোনো কথা বলতে রাজি না। মনসার উদ্দিনের মোবাইল নম্বর চাইলে পরিবারের সদস্যরা জানান, ‘তিনি নাকি (মনসার উদ্দিন) মোবাইল ব্যবহার করেন না।’
![](https://rcn24bd.com/wp-content/uploads/2023/03/Snapchat-1909224821-rotated.jpg)
আরোও খবর পড়ুন
ঘন কুয়াশা ও ঠান্ডায় নীলফামারীতে জনজীবন বিপর্যস্ত
ঘন কুয়াশা আর কনকনে শীত জনজীবন বিপর্যস্ত করে তুলেছে নীলফামারীতে। সারাদিন সূর্যের মুখ দেখা না যাওয়ায় নিম্ন আয়ের মানুষেরা পড়েছে...
ডিমলায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ দুইজন গ্রেপ্তার
নীলফামারী জেলার ডিমলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার মিন্টু ও মেহেদি হাসান সিয়াম নামের নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ...
নীলফামারীতে ট্রাকের ধাক্কা এক নারী নিহত
নীলফামারীতে বালুবোঝাই ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পূর্ণিমা রায় (২৫) নামে একজন নারী শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার (১৮ ডিসেম্বর)...
ডোমারে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মালবোঝাই ট্রাকের ধাক্কায় সেলিম আহমেদ (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে নীলফামারী...
সৈয়দপুর হত্যাচেষ্টা মামলায় এক স্কুলছাত্রকে ফাঁসানোর অভিযোগ
হত্যাচেষ্টা মামলায় নীলফামারী জেলার সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এক এসএসসি পরীক্ষার্থীকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, জমিজমা সংক্রান্ত...
সৈয়দপুরে ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় মাটি বোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশু আব্দুল্লাহ (৬) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার...