September 22, 2023
মিঠাপুকুরে স্বামীর সহযোগিতায় গৃহবধূকে গণধর্ষণ

মিঠাপুকুরে স্বামীর সহযোগিতায় গৃহবধূকে গণধর্ষণ

Read Time:2 Minute, 15 Second

রংপুর জেলার মিঠাপুকুরে স্বামীর সহযোগিতায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্বামী বিদ্যুৎসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি মোঃ মোস্তাফিজার রহমান। এর আগে গতকাল বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে মিঠাপুকুর উপজেলার শালটিরহাটের পাশে সামাজিক বনায়নের বনে এই ঘটনাটি ঘটে।

গ্রেফতার স্বামী মোঃ বিদ্যুৎ মিয়া উপজেলার বালুয়া মাসিমপুর এলাকার বাসিন্দা।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজার রহমান জানান, বিদ্যুৎ মিয়া রংপুর মহানগরীর তাজহাট এলাকার ১৬ বছরের এক কিশোরীকে প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাকে দেহ ব্যবসার জন্য মোঃ বিদ্যুৎ মিয়া চাপ দেয় এবং শারীরিক নির্যাতন করে।

গতকাল বৃহস্পতিবার রাতে ৪ জন খদ্দেরের হাতে স্ত্রীকে তুলে দেন বিদ্যুৎ। তারা কিশোরী গৃহবধূকে নিয়ে শালটিরহাটের পাশে সামাজিক বনায়নের বনে নিয়ে রাতভর ধর্ষণ করেন। এতে অসুস্থ হয়ে পড়লে গৃহবধূ তার পরিবারকে ঘটনাটি জানান। এরপর গৃহবধূর মা ৪ জনের নামে সঙ্ঘবদ্ধ ধর্ষণের মামলা করেন।

মিঠাপুকুর থানার ওসি মোঃ মোস্তাফিজার জানান, আমরা অভিযান চালিয়ে স্বামী বিদ্যুৎ, অভিযুক্ত ধর্ষক সাকিনুর এবং আব্দুল গফফারকে গ্রেফতার করেছি। গৃহবধূকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
রংপুরে বিএসটিআই’র অভিযানে অবৈধ মশার কয়েল ফ্যাক্টরি বন্ধ Previous post রংপুরে বিএসটিআই’র অভিযানে অবৈধ মশার কয়েল ফ্যাক্টরি বন্ধ
রংপুরে মহানগরীতে এক নারীর রহস্যজনক মৃত্যু Next post রংপুরে যুবলীগের এক কর্মী নিহত