September 25, 2023
তিস্তায় নিখোঁজের ৩৩ ঘণ্টা পর মিলল ১ জনের লাশ

তিস্তায় নিখোঁজের ৩৩ ঘণ্টা পর মিলল ১ জনের লাশ

Read Time:3 Minute, 37 Second

রংপুর জেলার গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসল করতে নেমে গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নিখোঁজ হন মোঃ নাইস আহমেদ (১৯) ও মোঃ মুন্না মিয়া (১৮) নামে ২ জন এইচএসসি শিক্ষার্থী। গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের কচুয়াবাজার সংলগ্ন এলাকায় ২ জন নিখোঁজ হন। ঘটনার ৩৩ ঘণ্টা পর মোঃ মুন্না মিয়া মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঘটনাস্থান থেকে ৭ কিলোমিটার দূরে কোলকোন্দ ইউনিয়নের ব্যাংকপাড়া এলাকার ডুবোচর হতে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহত মোঃ মুন্না মিয়া নোহালী ইউনিয়নের পূর্ব কচুয়া আবাসনপাড়া এলাকার হাসেম আলীর পুত্র। আর নাইস আহমেদ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের গণেশের বাজার এলাকার মোনাব্বর হোসেনের পুত্র। তারা ২ জন এইচএসসি পরীক্ষার্থী। নাইস গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বিদিতর হরিথান এলাকায় তার নানা ইউসুফ আলীর বাড়িতে হতে পড়াশোনা করতেন।

এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে তিস্তার ডুবোচর থেকে মোঃ মুন্না মিয়ার মরদেহ উদ্ধার করে মোঃ মেহেীদ মিরাজ, মোঃ জুয়েল ও মোঃ লাবলু মিয়া নামে স্থানীয় ৩ জন যুবক। তারা জানান, ২ জন শিক্ষার্থীর নিখোঁজ হবার খবরে এলাকার সবাই নদীর আশেপাশে দৃষ্টি রেখেছিলেন। এরই মধ্যে ডুবোচরের হাঁটু পানিতে কিছু ১টা ভেসে থাকতে দেখে আমরা সেখানে চলে যাই। তারপর মরদেহটি উদ্ধার করি।

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না জানান, মুন্নার মরদেহ স্থানীয়রা উদ্ধার করেছেন। মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আমরা মর্মাহত। তার দাফনসহ সার্বিক বিষয়ে আমরা নজর রাখছি। গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের পক্ষ হতে নিহতের পরিবারকে ১০,০০০ টাকা দাফন কাজের জন্য দেওয়া হবে।

ইউএনও জানান, গত বুধবার কচুয়াঘাটে তিস্তা নদীতে গোসল করতে নামেন ৬ জন বন্ধু। প্রবল স্রোতে হাবুডুবু খেতে থাকেন তারা। এই সময় ঘাটে থাকা স্থানীয় লোকজন ২ টি নৌকা নিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু ৪ জনকে জীবিত উদ্ধার করলেও মুন্না ও নাইস তীব্র স্রোতে নিখোঁজ হন। ঘটনার প্রায় ৩৩ ঘণ্টা পর মোঃ মুন্না মিয়ার মরদেহ উদ্ধার হয়েছে। অপর নিখোঁজ নাইসের মরদেহ উদ্ধারে আজ শুক্রবারও ফায়ার সার্ভিস অভিযান পরিচালনা করবে। মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
গাইবান্ধার দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার Previous post ফুলবাড়ীতে এক মাদক কারবারি গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে দুইজনের মৃত্যু Next post নীলফামারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু