January 26, 2025
ব্রহ্মপুত্র নদে নেমে এক যুবক নিখোঁজ

বেলান নদীর রাবারড্যাম হতে পড়ে দুইজন নিখোঁজ

Read Time:2 Minute, 49 Second

দিনাজপুর জেলার খানসামায় বেলান নদীর ওপর নির্মিত রাবারড্যাম হতে পড়ে গিয়ে দুইজন নদীতে নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের উদ্ধারে প্রচেষ্টা করছে ফায়ার সার্ভিস কর্মীরা।

গতকাল শনিবার (১৩ জুলাই) বিকেল ৩টায় খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নের আগ্রা এলাকার বাঘার মোড়ে বেলান নদীর ওপর নির্মিত রাবারড্যাম পারাপারের সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিখোঁজ হওয়া দুইজন হলেন, দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের আগ্রা এলাকার পাইকপাড়ার তরণী কান্ত রায়ের পুত্র বঙ্গকেশর রায় (৩৫) ও একই এলাকার জিতেন্দ্রনাথ রায়ের পুত্র জয়ন্ত রায় (২৩)।

স্থানীয়রা জানায়, কয়েকজন শ্রমিক কাজ থেকে ফেরার পথে দুইজন রাবারড্যাম পারাপারের সময় পা পিছলে বেলান নদীতে পড়ে যায়। স্থানীয়রা নদীতে নেমে উদ্ধারের চেষ্টা করেও সক্ষম হয়নি। পরে খানসামা ফায়ার সার্ভিস ও থানায় খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার চেষ্টা করলেও সক্ষম হয়নি পরে রংপুর থেকে ডুবুরি এসে উদ্ধার কাজ চালিয়ে যায়
খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা আবু সায়েম জানান, খবর পাওয়া মাত্র ঘটনাস্থানে পৌঁছে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। রাবারড্যামের কারণে একটু স্রোত বেশি। এই কারণে রংপুর থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। আশা করছি তারা এলে উদ্ধার করতে সক্ষম হবো।

খানসামা থানার,ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থানে আমাদের পুলিশ রয়েছে। তবে খানসামায় ফায়ার সার্ভিস ইউনিটে কোনো ডুবুরি দল না থাকায় উদ্ধার কাজে বিলম্ব হচ্ছে। এছাড়াও নদীতে পানির খুব স্রোত রয়েছে। তবে রংপুর থেকে ডুবুরি আসলে হয়তো উদ্ধার কাজ শুরু করা হতে পারে। আমরা সার্বিক খোঁজ-খবর রেখেছি। নিখোঁজদের পরিবারকে খবর দিয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
সৈয়দপুরে মেরামতে আসা ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ Previous post সৈয়দপুরে মেরামতে আসা ট্রেন লাইনচ্যুত রেল যোগাযোগ বন্ধ
দিনাজপুরে ধানখেত থেকে এক সাঁওতাল নারীর লাশ উদ্ধার Next post ডোমারে এক যুবকের মরদেহ উদ্ধার