April 13, 2024
অনলাইনে মনোনয়নপত্র জমা বাধ্যতামূলক করেছে ইসি

বন্ধ আছে এনআইডি সার্ভার

Read Time:2 Minute, 4 Second

নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের পরিষেবা আজ সকাল হতে বন্ধ আছে।

আজ বুধবার (১৬ আগস্ট) নির্বাচন কমিশন জানিয়েছে, সাইবার হামলার ঝুঁকি এড়াতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যভাণ্ডার ও জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিক অশোক কুমার দেবনাথ জানান, একটি কারিগরি দল সার্ভারে কাজ করছেন। কিছুক্ষণ পরেই সার্ভার চালু হবে বলে।

তিনি জানান, সার্ভারে কোনো ত্রুটি আছে নাকি এবং ত্রুটি থাকলে তা সারাতে কাজ করছেন কারিগরি দলটি।

দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য আছে এনআইডি সার্ভারে। কিন্তু এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যভাণ্ডারের কোনো ডিজাস্টার রিকভারি সাইট (ডিআরএস) অথবা যথাযথ ব্যাকআপ (বিকল্প সংরক্ষণ ব্যবস্থা) নেই। ডিআরএস না থাকায় জাতীয় এই তথ্যভান্ডার অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্প্রতি ইসির তথ্যপ্রযুক্তির প্রয়োগ কমিটির বৈঠকেও বিষয়টি উঠে আসে।

৯ম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৭ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের কাজ হাতে নেয় নির্বাচন কমিশন (ইসি)। এরপর ২০০৯, ২০১২, ২০১৪, ২০১৫, ২০১৭ এবং সর্বশেষ ২০১৯ সালে বাড়িবাড়ি গিয়ে ভোটারদের তথ্য হালনাগাদ করা হয়। ভোটারদের তথ্যগুলো ইসির সার্ভারে সংরক্ষিত আছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
উখিয়া-টেকনাফে অস্ত্রসহ ৭ জন গ্রেফতার Previous post উখিয়া-টেকনাফে অস্ত্রসহ ৭ জন গ্রেফতার
উপজেলার Next post রংপুর জেলা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেফতার