
ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত
নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের চর আক্রাম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ওমর ফারুককে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
গতকাল সোমবার (২১ আগস্ট) নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ ফেরদৌসী বেগম স্বাক্ষরিত অফিস আদেশে অভিযুক্ত শিক্ষক মোঃ ওমর ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান সুবর্ণচর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবু জাহের। তিনি জানান, তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযুক্ত শিক্ষক মোঃ ওমর ফারুক (৪৫) মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট এলাকার বাসিন্দা ও চর আক্রাম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত এবং শ্লীলতাহানির স্বীকার ছাত্রী একই বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী।
খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শ্রেণী কক্ষ ঝাড়ু দেওয়ার সময় সহকারী শিক্ষক মোঃ ওমর ফারুক(৪৫) তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে জড়িয়ে ধরে তার স্পর্শকাতর অঙ্গে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। শিক্ষার্থীর চিৎকার করলে তাকে ছেড়ে দিয়ে দ্রুত স্কুল ত্যাগ করেন শিক্ষক মোঃ ওমর ফারুক। পরে ঘটনা জানতে পেরে নির্যাতিতা ছাত্রীর মা বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল আলম ও অন্যান্য শিক্ষকের উপস্থিতিতে মৌখিক ভাবে জানিয়ে এর বিচার দাবি করেন।
অভিযুক্ত শিক্ষক মোঃ ওমর ফারুকের মুঠোফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। তাই এ বিষয়ে তার কোন প্রকার বক্তব্য পাওয়া যায়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আলম বলেন, বিদ্যালয়ের নীতি পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় এবং বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করায় শিক্ষক মোঃ ওমর ফারুকর বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জেলা শিক্ষা কর্মকর্তাকে অনুরোধ করেছি। সে প্রেক্ষিতে উক্ত শিক্ষককে সময়িক বরখাস্ত করা হয়েছে।

আরোও খবর পড়ুন
বাড়ির ছাদে গাঁজা চাষ করায় কেয়ারটেকার গ্রেফতার
নোয়াখালীর সোনাইমুড়ীতে বিল্ডিংয়ের ছাদে গাঁজা গাছ চাষ করার অভিযোগে বাড়ির কেয়ারটেকারকে গ্রেফতার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতার মোঃ সিরাজুল...
নোয়াখালীতে দুই সন্তানের জননী বিবাহ করলো দৃষ্টিহীন প্রেমিককে
দুই সন্তানের জননী গার্মেন্টেস কন্যা মোছাঃ রেবা আক্তার সুমি (২৬)। মোবাইলে মোঃ রাসেল মিয়া (২৮) নামে এক যুবকের সাথে হয়...
নোয়াখালীতে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল চুরির চেষ্টা
নোয়াখালীর সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির চাল চুরি করার চেষ্টায় সময় দুইজন যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ...
নোয়াখালীতে গাঁজা সেবনের দায়ে ২ বছরের কারাদন্ড
নোয়াখালী চাটখিলে গাঁজা সেবনের দায়ে ১ জন ব্যক্তিকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও তাকে ২০০ টাকা জরিমানা করা...
অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ চেয়ারম্যানের সিএনজি স্টেশন বন্ধ
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বজরা এলাকার আমিন সিএনজি ফিলিং স্টেশনে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করার অভিযোগে বন্ধ করে দিয়েছে বাখরাবাদ...
২১ আগস্ট শহীদদের স্মরণে আলোচনা সভা
২০০৪ সালের ২১ অগাস্টে ঢাকায় ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে এক আলোচনা সভা এবং দোয়ার আয়োজন করেছে নোয়াখালী জেলা,...