December 8, 2023
নোয়াখালীতে দৃষ্টি নন্দন মডেল মসজিদের উদ্বোধন

নোয়াখালীতে দৃষ্টি নন্দন মডেল মসজিদের উদ্বোধন

Read Time:2 Minute, 18 Second

নোয়াখালীতে দৃষ্টি নন্দন সদর উপজেলা মডেল মসজিদ এবং ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার (৩০ জুলাই) সকাল দশটায় নোয়াখালী সদর উপজেলা মডেল মসজিদটি ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন তিনি।

এ উপলক্ষে মডেল মসজিদের নিচতলায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মডেল মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল ওয়াদুদ পিন্টু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক নাজিমুল হায়দার, সদর উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন, গণপূর্ত বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সাদ মোঃ আন্দালিব, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আবুল কাশেমসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংবাদমাধ্যম কর্মী ও বিভিন্ন মসজিদের ইমাম উপস্থিত ছিলেন।

এর আগে নোয়াখালীর বেগমগঞ্জ, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ উপজেলা ও সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের নির্মাণ কাজ শেষে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দৃষ্টিনন্দন এই মসজিদে নামাজ আদায় করতে পেরে দারুন উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা। এসব মডেল মসজিদে নারী-পুরুষদের আলাদা অজু এবং নামাজের ব্যবস্থা, পাঠাঘার, পার্কিং ও মৃতদেহ গোসলসহ আধুনিক সব সুযোগ-সুবিধা আছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
ডিবি কার্যালয়ে গয়েশ্বরকে আপ্যায়ন Previous post ডিবি কার্যালয়ে গয়েশ্বরকে আপ্যায়ন
গাইবান্ধায় বিএনপির সাধারণ সম্পাদকসহ ৬ জন গ্রেফতার Next post জলঢাকাতে চুরি যাওয়া মালামালসহ ৬ চোর গ্রেপ্তার