May 18, 2024
উলিপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কুড়িগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Read Time:1 Minute, 50 Second

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে আহাদ (৫) এবং আফরোজা (৭) নামের দুইজন শিশুর মৃত্যু হয়েছে।

মৃত আহাদ নাগেশ্বরীর আমতলা এলাকার মোঃ মমিনুল ইসলামের ছেলে ও আফরোজা ওই এলাকায় নানা বাড়িতে থাকতো।

আজ বুধবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার নেওয়াশি ইউনিয়নের পশ্চিম সুখাতি গ্রামের বোডঘর এলাকায় এ ঘটনা ঘটে। শিশু দুইজন সম্পর্কে খালাতো ভাই-বোন।

স্থানীয়রা জানায়, নিহত আহাদ ও আফরোজাসহ ৩ জন শিশু বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে যায়। এই সময় বাড়ির লোকজন সবাই কাজে ব্যস্ত থাকায় তাদের খবর রাখতে পারেননি। কিছুক্ষণ পর এক শিশু বাড়িতে ফিরে আসলেও বাকি দুইজনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ফিরে আসা শিশুটিকে জিজ্ঞাসা করলে বাকি দুইজন পুকুরের পানিতে পড়েছে বলে জানতে পারে পরিবারের লোকজন। পরে পুকুরে নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে দুইজনকে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দ্বায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার বলেন, ঘটনাস্থানে রয়েছি। বিষয়টির খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
স্ত্রীর সাথে দেখা করতে গিয়ে বিএসএফের হাতে এক যুবক আটক Previous post খানসামায় হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে কারাদণ্ড
উলিপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু Next post পীরগাছায় পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু