November 9, 2024
গাইবান্ধায় বিলে ডুবে এক শিশুর মৃত্যু

গঙ্গাচড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

Read Time:2 Minute, 3 Second

রংপুর জেলার গঙ্গাচড়ায় ডোবার পানিতে ডুবে মুয়াজ নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৮ আগষ্ট) সকালে গঙ্গাচড়ার সদর ইউনিয়নের পূর্ব নবনীদাস গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মুয়াজ ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে। আজ (রবিবার) সকালে বাড়ির সামনে ধান খেতে পানি সেচে মাছ শিকার করছিল আব্দুল মালেক। এই সময় মুয়াজের মা ছেলেকে মাছ রাখার জন্য পলিথিনের ব্যাগ দিয়ে তার বাবার কাছে পাঠিয়ে দেয়। ব্যাগ দিতে যাওয়ার সময় জমির পাশে ডোবায় পড়ে শিশুটির মৃত্যু হয়।

প্রতিবেশী অলিফা বলেন, ‘মুয়াজের মা ব্যাগ দিয়ে বাবার কাছে পাঠায়। এর কিছুক্ষণ পর ‍মুয়াজের বাবা বাড়িতে চলে আসে। এই সময় শিশুটির মা ছেলের কথা জিজ্ঞেস করে। তাকে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজা-খুজির করে। পরে জমির পাশে ডোবায় নেমে খোঁজা-খুঁজি করলে একপর্যায়ে দেখে সে পানিতে ডুবে আছে। সেখান থেকে তুলো পেট থেকে পানি বের করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।’

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুমুর রহমান বলেন, ‘পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়ে খবর পেয়েছি, সেখানে আমাদের পুলিশ সদস্যরা পাঠানো হয়েছিল। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
ফুলছড়িতে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার Previous post ফুলছড়িতে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুরে ডাটা এন্ট্রি পদে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন সমাবেশ Next post চিরিরবন্দরে উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন