September 23, 2023
ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে দুইজনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে এক দিনে পা‌নি‌তে ডুবে ২ শিশুর মৃত্যু

Read Time:2 Minute, 37 Second

ঠাকুরগাঁও‌য়ে একইদি‌নে পা‌নি‌তে ডুবে ২ জন শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে। নিহত শিশুরা হলো- মোঃ জুনায়েদ ইসলাম (৩) ও সাজিদুর রাজ্জাক ওর‌ফে সাজু (১০)। গতকাল রবিবার (৩ সেপ্টেম্বর) এই মর্মান্তিক দুর্ঘটনা ২ টি ঘটেছে।

জানা যায়, গতকাল রবিবার ঠাকুরগাঁও সদর উপজেলায় রাজাগাঁও ইউনিয়নের চাপাতি (চুয়ামনি) গ্রা‌মে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মোঃ জুনায়েদ ইসলাম নামে ওই শিশুর মৃত্যু হয়। নিহত জুনা‌য়েদ পঞ্চগড় সদর উপজেলা সাতমেড়া ইউনিয়নের গোয়ালঝাড় এলাকার মোঃ জাকির হোসেনের পুত্র।

জুনায়েদের নানা আবু তাহের জানান, আমার কন্যা মোছাঃ জেসমিন আক্তার ও নাতি জুনায়েদ আমাদের বাড়িতে বেড়াতে আসে। আসার পর জুনায়েদ বা‌ড়ির সামনে খেলা করার সময় হঠাৎ সবার অজান্তেই গি‌য়ে বাড়ির পাশের পুকুরে প‌ড়ে যায়। প‌রে আমরা সবাই মিলে পুকুর থে‌কে তার মর‌দেহ উদ্ধার করি।

রু‌হিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সো‌হেল রানা জানান, এই ঘটনায় এক‌টি অপমৃত্যুর মামলা হ‌য়ে‌ছে।

এদি‌কে, একইদি‌নে ন‌দীর পা‌নি‌তে ডু‌বে রাণীশং‌কৈল উপ‌জেলায় সাজিদুর রাজ্জাক ওর‌ফে সাজু না‌মে আরেক শিশুর মৃত্যু হয়েছে।

নিহ‌ত শিশুর প‌রিবার জানায়, রবিবার দুপু‌রে উপজেলার লেহেম্বা ইউনিয়নের শালবাগান সংলগ্ন কুলিক নদীতে বন্ধু‌দের স‌ঙ্গে গোসল কর‌তে গি‌য়ে সাজুর মৃত্যু হয়। সাজু উপজেলার শালবাড়ী (বেলতলী) এলাকার আব্দুল আলিম ও নার্গিস দম্পতির ২য় সন্তান।

রাণীশংকৈল থানার তদন্ত (ওসি) মোঃ মহসিন আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থানে পু‌লিশ পাঠা‌নো হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প‌রিবা‌রের কা‌ছে শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
সুন্দরগঞ্জে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ Previous post সুন্দরগঞ্জে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ
হিলিতে গুদামে পেঁয়াজের কেজি ১০ টাকা! Next post হিলিতে গুদামে পেঁয়াজের কেজি ১০ টাকা!