September 23, 2023
রংপুরে মহানগরীতে এক নারীর রহস্যজনক মৃত্যু

নীলফামারীতে নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার

Read Time:3 Minute, 19 Second

নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ২০ ঘন্টা পর যতন রায় (১৮) নামের একজন যুবকের লাশ উদ্ধার হয়েছে।আজ শনিবার(২ সেপ্টেম্বর) বেলা এগারোটার দিকে ঘটনাস্থলের ১ কিলোমিটার ভাটি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। যতন নীলফামারী জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের বালাপাড়া গ্রামের ভবেশ রায়ের পুত্র। এলাকায় টাইলস মিস্ত্রির কাজ করতেন তিনি।

গতকাল শুক্রবার(১ সেপ্টেম্বর) দুপুরে পাশর্বর্তী দিনাজপুর জেলার খানসামা উপজেলার জয়গঞ্জ নামে স্থানে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন যতন। এরপর রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দল চেষ্টা চালিয়ে উদ্ধারে ব্যর্থ হয়। আজ শনিবার বেলা ১১টার দিকে তার লাশ ভেসে উঠলে খানসামা থানা পুলিশ উদ্ধার করে।

যতনের পারিবারিক সূত্র জানা গেছে, গতকাল শুক্রবার গ্রামের ১১জন যুবক পাশর্বর্তী দিনাজপুর জেলার খানসামা উপজেলার জয়গঞ্জে করতোয়া নদীতে গোসল করতে যায়। যতনের বড় ভাই রতন রায় (২২) সাথে ছিলেন। তারা সাঁতার কেটে নদী পার হয়ে ফেরৎ আসার সময় বিকাল তিনটার দিকে মাঝ নদীতে তলিয়ে যায় যতন। এই সময় রতন ছোটভাইকে উদ্ধারের চেষ্টা চালাতে গিয়ে সেও (রতন) পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়। স্থানীয়রা এগিয়ে এসে বড়ভাই রতনকে উদ্ধার করতে সক্ষম হলে যতনকে উদ্ধারে ব্যর্থ হন।

দিনাজপুর দমকল বাহিনীর সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম সরকার জানান, গতকাল শুক্রবার ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে এসে উদ্ধারে ব্যর্থ হয়। শনিবার বেলা ১১টার দিকে তার লাশ ভেসে উঠে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, যতন সাঁতার কম জানায় মাঝ নদীতে তলিয়ে যায়। এই সময় নদীতে থাকা ১টি নৌকা সেখানে ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। চিরির বন্দরে একই রকম ঘটনায় রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল কাজ করছিল। খবর দিলে তারা দ্রুত এসে উদ্ধার কাজে অংশ নিলেও ব্যর্থ হয়।

আজ শনিবার ঘটনাস্থানের প্রায় ১ কিলোমিটার ভাটিতে তার লাশ ভেসে উঠে। তিনি বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরী করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় খানসামা থানায় ১টি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
বির‌লে মোটরসাইকেলের ধাক্কায় একজনের মৃত্যু Previous post হাতীবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত
ডোমার থেকে কুখ্যাত ডাকাত টন্না গ্রেপ্তার Next post ডোমার থেকে কুখ্যাত ডাকাত টন্না গ্রেপ্তার