September 8, 2024
পীরগঞ্জে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

পাটগ্রামে গর্তে ডুবে এক শ্রমিকের মৃত্যু

Read Time:2 Minute, 15 Second

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ধরলা নদীতে বোমা মেশিনে পাথর উত্তোলনের সময় গর্তে ডুবে মোঃ বিষাদু মিয়া (৩৬) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

সোমবার (১২ আগষ্ট) বিকেল সাড়ে ৪টায় নিখোঁজে ৩ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেন ডুবুরি দল।

এর আগে সোমবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মধ্য ইসলামপুর (২ নং ওয়ার্ড) বুলু মাস্টারের ঘাটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিখোঁজ মোঃ বিষাদু মিয়া ওই ইউনিয়নের আউলিয়ারহাট (৬ নং ওয়ার্ড) কাকাতু মুন্সিরবাড়ি এলাকার বাসিন্দা মৃত আফাজ উদ্দিনের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, ধরলা নদীতে অবৈধভাবে বোমা মেশিন বসিয়ে ভুগর্ভস্থ পাথর উত্তোলন করে ব্যবসা করছেন একটি চক্র। প্রতিদিনের মতো সকালে উপজেলার শ্রীরামপুর ও বুড়িমারী ইউনিয়নের ধরলা নদীতে শতাধিক অবৈধ বোমা মেশিন বসিয়ে পাথর উত্তোলন করছিল চক্রটি। এই সময় অসাবধনতায় কাজ করতে গিয়ে গর্তে পড়ে ডুবে যায় শ্রমিক বিষাদু। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে স্থানীয়রা পাটগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মীরা ৩ ঘণ্টা ধরে অভিযান পরিচালনা করে নিখোঁজ মোঃ বিষাদু মিয়ার মরদেহ উদ্ধার করেন।

এই বিষয়ে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম প্রধান বলেন, স্থানীয়দের অনেক খোঁজাখুঁজি পরে পাটগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
পঞ্চগড়ে শিক্ষার্থীদের তোপের মুখে সাবেক এমপি মজাহারুল হক Previous post পঞ্চগড়ে শিক্ষার্থীদের তোপের মুখে সাবেক এমপি মজাহারুল হক
Next post বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ