January 20, 2025
তেঁতুলিয়ায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার

পুকুরে ভাসছে নিখোঁজ শিশুর লাশ

Read Time:2 Minute, 45 Second

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে আব্দুল্লাহ পুষ্প (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার সালান্দর ইউনিয়নের কচুবাড়ী কৃষ্টপুর এলাকার একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় শিশুর বাবা মোঃ মাসুদ রানা ও মাসুদের সাবেক স্ত্রী (শিশুটির মা) মোছাঃ রুনা বেগম পরস্পরকে দায়ী করছেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানায়, গত রবিবার সকালে বাসা থেকে নিখোঁজ হয় শিশু আব্দুল্লাহ পুষ্প। পরে বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় শিশুটির বাবা মোঃ মাসুদ রানা ঠাকুরগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে গতকাল মঙ্গলবার সকালে বাড়ির অদূরে পুকুরে ভেসে ওঠে পুষ্পর লাশ। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয় সালান্দর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী জানান, শিশুটির বাবা মোঃ মাসুদ রানা ও মা মোছাঃ রুনা বেগমের মধ্যে কিছুদিন আগে বিচ্ছেদ হয়। গত শনিবার শিশুটির বাবা তার নানাবাড়ি থেকে তাকে নিজ বাড়ি নিয়ে আসেন। এর পরদিন রবিবার সকালে শিশুটি নিখোঁজ হয়। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে এলাকাবাসী।

শিশুর বাবা জানান, ‘নিখোঁজ হওয়ার পর থানায় জিডি করি। আমার শিশু বাচ্চাকে কে বা কারা হত্যা করল, তা বুঝতে পারছি না। আমার ওইটুকু শিশুকে যারা হত্যা করেছে, তাদের আমি বিচার চাই।’

এই বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ কবির বলেন, শিশুটির বাবা-মা এর জন্য পরস্পরকে দায়ী করছেন। শিশুটির মৃত্যু রহস্যজনক হওয়ায় ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
পঞ্চগড়ে নিখোঁজ আল আমিনকে খুঁজে বের করতে আল্টিমেটাম Previous post পঞ্চগড়ে ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু
পঞ্চগড়ে কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার! Next post পঞ্চগড়ে কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার!