October 13, 2024
দিনাজপুরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নাগেশ্বরীতে চোর সন্দেহে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা

Read Time:2 Minute, 33 Second

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় চোর সন্দেহে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর)@ রাত ১২টার দিকে নাগেশ্বরী পৌর এলাকার বাগডাঙ্গা ফকিরটারি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতের নাম আব্দুল জলিল (৭৫)। তিনি পৌরসভার বল্লভপুর ভাসানীর বাজারের পাশের হুজুর মুন্সীর ছেলে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আব্দুল জলিলের বিরুদ্ধে আগে চুরির অভিযোগ ছিল। বয়স বেড়ে যাওয়ায় তিনি চুরি ছেড়ে দিয়েছিল বলে জানা যায়। কয়েক মাস ধরে তিনি কবিরাজি করতে ছিলেন। গতকাল (শনিবার) রাতে ফকিরটারি এলাকায় গেলে স্থানীয় কয়েকজন তাঁকে বেঁধে মারধর করেন। খবর পেয়ে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আশরাফুল আলম ইসরাইল পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থানে গিয়ে গুরুতর আহত অবস্থায় আব্দুল জলিলকে উদ্ধার করে উপজেলার হাসপাতালে পাঠায়। হাসপাতালে পৌঁছালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, আব্দুল জলিলের বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে। তবে তিনি রাতে কি কারণে ওই গ্রামে গিয়েছিলেন তা স্পষ্ট নয়। কোন পরিবার থেকে চুরি চেষ্টার করেছে সে অভিযোগও পাওয়া যায় নি।

ওসি রূপ কুমার সরকার বলেন, ‘স্থানীয়রা আব্দুল জলিলকে বেদম মারধর করেছে। তার শরীরের বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন ও রক্ত দেখা যায়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।’

মামলা প্রশ্নে ওসি বলেন, ‘নিহতের পরিবারের লোকজন থানায় এসেছে। তাঁরা এজাহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
কুড়িগ্রামে খিচুড়ি বিতরণ শেষে দুই পক্ষের সংঘর্ষ Previous post ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু
১০টি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে: গভর্নর আহসান এইচ মনসুর Next post ১০টি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে: গভর্নর আহসান এইচ মনসুর