June 2, 2023
আইফোন ১৪ ও ১৪ প্লাসের ঘোষণা দিল অ্যাপল

আইফোন ১৪ ও ১৪ প্লাসের ঘোষণা দিল অ্যাপল

Read Time:1 Minute, 52 Second

বিশ্বের নাম করা প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস লঞ্চের ঘোষণা দিয়েছে।

এ ছাড়াও প্রতিষ্ঠানটি ওয়াচ সিরিজ ৮, অ্যাপল ওয়াচ আলট্রা ও এয়ারপডস প্রোর লঞ্চের ঘোষণা করেছে।

গতকাল বুধবার (৭ সেপ্টেম্বর) বার্ষিক অনুষ্ঠানে অ্যাপলের পক্ষ থেকে এই ঘোষণা আসে।প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানায়, নতুন আইফোনের নকশা অনেকটাই আইফোন ১৩ এর মতোই।

এতে সেলফি ক্যামেরা ও ফেস আইডি সেন্সরের নচ রয়েছে।আইফোন ১৪ মডেলটিতে ৬.১ ইঞ্চি মাপের স্ক্রিন রয়েছে।

১৪ প্লাস মডেলটিতে রয়েছে ৬.৭ ইঞ্চি মাপের স্ক্রিন। প্লাস মডেলটিতে ব্যাটারির চার্জ থাকবে বেশি সময়। দুটি মডেলেই এ১৬ বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে।এতে থাকবে আইওএস ১৬ ও ৫জি সমর্থন সুবিধা।

নতুন আইফোনের ক্যামেরাতেও থাকছে বিশেষত্ব।অ্যাপল এবার নতুন প্রো ক্যামেরা সিস্টেম যুক্ত করেছে। ৪৮ মেগাপিক্সেল মূল ক্যামেরার সাথে পিক্সেল সেন্সর ও ফটোনিক ইঞ্জিন যুক্ত হচ্ছে। এতে কম আলোতে ভালো ছবি উঠবে।আইফোন ১৪ এর দাম হবে ৭৯৯ মার্কিন ডলার আর প্রো মডেলটির দাম হবে ৮৯৯ মার্কিন ডলার।

আরসিএন ২৪ বিডি / ৮ সেপ্টেম্বর ২০২২

  • রংপুরে বিএসটিআই’র অভিযান

    রংপুরের মিঠাপুকুরে বিএসটিআই’র সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালিত হয়েছে।

    খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ ও ওজনে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে গতকাল বুধবার (৩১ মে) বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এর উদ্যোগে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় ভেজাল বিরোধী সার্ভিল্যান্স অভিযানটি পরিচালনা করা হয়।

    অনলাইনে অভিযোগের প্রেক্ষিতে রংপুরের মিঠাপুকুর থানাধীন পূর্বপাড়া, রাণীপুকুর গ্রামে সরেজমিন গিয়ে দেখা গেছে, মেসার্স জারিন এগ্রো ফুডস নামের ১ টি প্রতিষ্ঠানে বিএসটিআই’র লাইসেন্স ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে আইস ললি এবং আইস পপ উৎপাদন করে আসছে। তৎক্ষনাৎ উৎপাদন বন্ধ করার জন্য প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

    প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য জব্দ তালিকা প্রস্তুত করা হয়।বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয় এর সহকারী পরিচালক (সিএম) মোঃ জাহিদুর রহমানের নেতৃত্বে উক্ত অভিযানে অংশগ্রহণ করেন, ফিল্ড অফিসার(সিএম) মোঃ জুনায়েদ আহমেদ ও ফিল্ড অফিসার (সিএম) মোঃ খন্দকার জামিনুর রহমান।

    বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এর অফিস প্রধান উপপরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • চুয়াডাঙ্গায় প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়

    চুয়াডাঙ্গায় প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে স্বামী-স্ত্রীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    গতকাল বুধবার রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার জিনতলা মল্লিকপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হল, জিনতলা মল্লিক পাড়ার বাসিন্দা মোঃ নয়ন আহমেদ (৩২) তার স্ত্রী মোছাঃ বৃষ্টি খাতুন (৩০) এবং একই পাড়ার বদর খানের পুত্র মোঃ আসিফ আহম্মেদ।

    পুলিশ বলেন, কিছুদিন আগে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার তারাপুর গ্রামের মৃত নওশাদ আলীর পুত্র চুয়াডাঙ্গার দর্শনা হঠাৎপাড়ার বাসিন্দা মোঃ মতিউর রহমানের সাথে ফেসবুকে পরিচয় হয় মোছাঃ বৃষ্টি খাতুনের।

    পরবর্তীতে প্রেমের ফাঁদে ফেলে গত ২৬ মে অভিসারের প্রলোভনে মতিউরকে চুয়াডাঙ্গায় ডেকে আনেন মোছাঃ বৃষ্টি খাতুন। শহরের বাগানপাড়ার একটি নির্জন বাড়িতে বৃষ্টির মোঃ স্বামী মোঃ নয়ন আহমেদ ও সহযোগী মোঃ আসিফ আহাম্মেদ মিলে মতিউরকে জিম্মি করে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

    পরবর্তীতে ২৮,০০০ টাকার বিনিময়ে মুক্তি পান মতিউর রহমান। এ ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন মোঃ মতিউর রহমান। গতকাল ঘটনাটি তদন্তে নেমে বুধবার আসামিদের গ্রেফতার করে পুলিশ।

    চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাব্বুর রহমান জানান, সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

  • র‌্যাব-১২ অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    বগুড়া র‌্যাব-১২ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে বগুড়া জেলার নন্দীগ্রাম থানার রনবাঘা এলাকা থেকে সাড়ে আট কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি ট্রাক ও ১ টি মোবাইলফোন জব্দ করা হয়।

    র‌্যাব-১২, স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম জানান, আজ (বৃহস্পতিবার) দুপুরের অভিযানে আট কেজি দুইশো গ্রাম গাঁজাসহ কুড়িগ্রাম জেলার উত্তরকুমুরপুর গ্রামের মৃত আব্দুল ছালামের ছেলে মো. ছাবেদ আলীকে (৩৫) আটক করা হয়।

    গাঁজাগুলো সে ট্রাকের ভিতর বিশেষ কায়দায় লুকিয়ে বহন করছিলো। ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার হয়।
    ট্রাকটি বগুড়া হতে নাটোর যাচ্ছিলো। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নন্দীগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।

  • একাধিক গাড়ি থাকলে বাড়তি কর দিতে হবে

    যত বেশি জ্বালানি ব্যবহার হয় পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। আবার ডলার সংকটের কারণে জ্বালানি আমদানিতে সংকট রয়েছে।

    এই অবস্থায় একাধিক গাড়ি নেওয়ার নিরুৎসাহিত করতে আগামী ২৩-২৪ অর্থ-বছরের প্রস্তাবিত বাজেটে পরিবেশ সারচার্জ আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

    একের অধিক প্রতিটি গাড়িতে সিসি অনুযায়ী ২৫,০০০ টাকা হতে সাড়ে ৩ লক্ষ টাকা বাড়তি কর দিতে হতে পারে।

    আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেট পেশ শুরু করেন।

    প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, একের বেশি ১,৫০০ সিসি পর্যন্ত প্রতিটি গাড়ির জন্য দিতে হবে ২৫,০০০ টাকা। ১,৫০০ সিসির বেশি থেকে ২,০০০ সিসি পর্যন্ত ৫০,০০০, ২,৫০০ সিসি পর্যন্ত ৭৫,০০০, ৩,০০০ সিসি পর্যন্ত ১ লক্ষ ৫০ হাজার, ৩,৫০০ সিসি পর্যন্ত ২ লক্ষ ও সাড়ে ৩,৫০০ সিসির বেশি হলে সাড়ে ৩ লক্ষ টাকা কর দিতে হবে।

  • এলপিজির দাম কমল ১৬১ টাকা

    তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এলপিজি দাম আবার কামানো হয়েছে। প্রতি ১২ KG সিলিন্ডারের দাম ১৬১ টাকা কমিয়ে ১,০৭৪ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা এতদিন বিক্রি হচ্ছিল ১,২৩৫ টাকা।

    আজ বৃহস্পতিবার (১ জুন) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) হলরুমে এক সাংবাদিক সম্মেলনে নতুন দর ঘোষণা করে চেয়ারম্যান মোঃ নূরুল আমিন।

    গাড়িতে ব্যবহৃত প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৫২ পয়সা হতে কমিয়ে ৫০ টাকা ৯ পয়সা করা হয়েছে। গত মাসে এপ্রিল মাসের চাইতে ১২ KG এলপিজি ও প্রতি লিটার অটোগ্যাসের দাম যথাক্রমে ৫৭ টাকা ও ২ টাকা ৬২ পয়সা বাড়ানো হয়।

    কমিশনের চেয়ারম্যান নুরুল আমিন জানান, নতুন এই দর আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে। বাজার তদারকিতে মাঠে থাকবে কমিশন। অতিরিক্ত দামে এলপিজি বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবেও বলে জানান।

    কমিশনের ঘোষণা অনুযায়ী, বেসরকারি খাতের প্রতি KG এলপিজির মূল্য সংযোজন করসহ দাম নির্ধারণ করা হয়েছে ৮৯ টাকা ৪৮ পয়সা। যা আগের মাসে ছিল ১০২ টাকা ৯১ পয়সা। পাশাপাশি সাড়ে ৫ থেকে ৪৫ কেজি পর্যন্ত বোতলজাত সব এলপিজির দাম একই হারে কমানো হয়েছে। একইভাবে বাসাবাড়িতে ব্যবহারকারীদের জন্য ভ্যাটসহ প্রতি কেজি রেটিকুলেটেড এলপিজির দাম ৮৬ টাকা ২৫ পয়সা যা গত মাসে ছিল ৯৯ টাকা ৬৮ পয়সা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
ঠান্ডাজনিত রোগে ৮৮ জনের মৃত্যু Previous post সারাদেশে ৩৮৮ জনের করোনা শনাক্ত
রংপুরে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার Next post রংপুরে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার