January 26, 2025
প্রশ্নপত্র ফাঁস: লালমনিরহাটে আওয়ামী লীগ নেতা বহিষ্কার

প্রশ্নপত্র ফাঁস: লালমনিরহাটে আওয়ামী লীগ নেতা বহিষ্কার

Read Time:3 Minute, 41 Second

বিসিএসের প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে লালমনিরহাট জেলার আদিতমারী আওয়ামী লীগ থেকে মিজানুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।

আজ শনিবার (১৩ জুলাই) উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলী ও সাধারণ সম্পাদক রফিকুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মিজানুর রহমান ওরফে এমডি মিজান উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া কুটিরপাড় গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা আগে থেকে ধারণা করেছিলাম। কিন্তু জানতে চাইলে মিজান আমাদের বলতো, এখন এসব ছেড়ে দিয়েছি। তবু আমাদের সন্দেহ হত। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি নিশ্চিত হয়েছি। জরুরি সভায় তাঁকে পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের চিঠিও পাঠানো হয়েছে তাঁর ঠিকানায়।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কোন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমানকে স্বীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় নেতা-কর্মীরা জানায়, সম্প্রতি বিসিএস প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের একটি তালিকা প্রকাশিত হয় সংবাদমাধ্যমে। সেই তালিকায় নাম আসে মিজানুর রহমান ওরফে এমডি মিজানের। তিনি আওয়ামী লীগে অনুপ্রবেশ করেই নতুন কমিটিতে সহ-সভাপতির পদ বাগিয়ে নেয়।

সখ্য গড়ে তোলেন সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপির সঙ্গে। ম্যাক সিক্স প্রাইভেট কোম্পানি নামে ঢাকায় একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি। এর চেয়ারম্যান তিনি নিজে। তিনি এলাকায় এমডি মিজান নামে পরিচিত। গণমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় আজ (শনিবার) উপজেলা আওয়ামী লীগের জরুরি সভায় তাঁকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক যুবলীগের এক নেতা বলেন, ‘মিজান অবৈধ টাকা রক্ষায় কৌশলে আওয়ামী লীগে যোগ দেয়। টাকার জোরে বাগিয়ে নেন আওয়ামী লীগের সহ-সভাপতির পদ। আমরা ধারণা করতাম, তিনি অবৈধ কিছু করেন ঢাকায়। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকায় তিনি গ্রামে এলে চাকরিপ্রত্যাশী ও তাঁদের অভিভাবকদের ভিড় দেখা যেত। তবে এলাকার কোন ছেলেকে এমন সুযোগ না দিলেও তাঁর ছোট ভাই মশিউর রহমান পুলিশের অফিসার পদে চাকরি করেন।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
তেঁতুলিয়ায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার Previous post নিখোঁজের ৬ দিন পর ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার
লালমনিরহাট পৌরসভার ৪৯ কোটি টাকা বাজেট ঘোষণা Next post লালমনিরহাট পৌরসভার ৪৯ কোটি টাকা বাজেট ঘোষণা