January 25, 2025
হাকিমপুরে চাল আত্মসাতের কারণে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

হাকিমপুরে চাল আত্মসাতের কারণে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

Read Time:1 Minute, 51 Second

দিনাজপুর জেলার হাকিমপুরে দায়িত্বে অবহেলা ও ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) এর ১,৮০০ কেজি চাল আত্মসাতের দায়ে আবু সুফিয়ান নামে এক ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে।

গত মঙ্গলবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব একেএম আনিসুজ্জামান স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

তিনি উপজেলার ৩ নম্বর আলীহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘উপজেলার আলীহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ানের বিরুদ্ধে ভিডাব্লিউবি এর ১,৮০০ কেজি চাল আত্মসাতে অভিযোগে তদন্তে প্রমাণিত হয়। গত মঙ্গলবার স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) ২০০৯ এর ৩৪ (৪) (খ) ধারা মতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব একেএম আনিসুজ্জামান স্বাক্ষরিত একটি পত্রে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘তাকে কেন স্থায়ী বরখাস্ত করা হবে না, এই মর্মে ১০ কার্য দিবসের মধ্যে জেলা প্রশাসক দিনাজপুরের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
হিলি সীমান্তে স্বর্ণের বারসহ একজন গ্রেফতার Previous post হিলি সীমান্তে স্বর্ণের বারসহ একজন গ্রেফতার
ডিমলায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ দুইজন গ্রেপ্তার Next post রাজধানীতে মাদকসহ ৪৭ জন গ্রেফতার