September 8, 2024
বালিয়াডাঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে যুবদলের এক নেতা বহিষ্কার

বালিয়াডাঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে যুবদলের এক নেতা বহিষ্কার

Read Time:2 Minute, 51 Second

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে ওমর ফারুক পান্না নামের এক যুবদল নেতাকে বহিষ্কার করার ঘোষণা দিয়েছে উপজেলা বিএনপি।

রবিবার (১১ আগষ্ট) রাত সাড়ে ৯টায় উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মকবুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই বিষয়ে জানা গেছে।

বহিষ্কার ঘোষণা হওয়া উপজেলা যুবদলের নেতা ওমর ফারুক পান্নার দাবি করে, নিয়ম বহির্ভূতভাবে তাঁকে বহিষ্কার ঘোষণা করেছে উপজেলা বিএনপি। তাঁকে বহিষ্কারের এখতেয়ার উপজেলা বিএনপির নেই। ঠাকুরগাঁও জেলা যুবদল চাইলে তাঁকে বহিষ্কার করতে পারে।

বহিষ্কারের ঘোষণা হওয়া ওমর ফারুক পান্না বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন। সম্প্রতি সরকার পতনের পর গত ৬ আগস্ট পাড়িয়া বাজারে একটি দোকানে চাঁদাবাজি করতে গিয়ে স্থানীয়রা তাঁকে আটক করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এই ঘটনার ভিডিও ফুটেজ যাচাই-বাছাই করে দলীয় ভাবমূর্তি নষ্ট ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পাড়িয়া বাজারে ওমর ফারুক পান্নার সাথে ছাত্রলীগ এবং ছাত্রদলের নেতাও চাঁদাবাজির সাথে জড়িত বলে ভিডিও ফুটেজে প্রমাণ মিলেছে। পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে মোবাইল ফোনে ওমর ফারুক পান্না বলে, ‘ব্যক্তিগত আক্রোশ ও দলীয় গ্রুপিং কারণে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। তা ছাড়াও ঠাকুরগাঁও জেলা যুবদল ছাড়া তাঁকে কেউ বহিষ্কার করতে পারেন না। এটা উপজেলা বিএনপি যা করেছে, নিয়ম বহির্ভূতভাবে করেছে।’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টি এম মাহাবুবর রহমান বলেন, ‘দলের কেউ যদি ভাঙচুর, সহিংসতা, চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হয়, তাঁর প্রমাণ পেলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেওয়া নিব। ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক Previous post প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক বিকেলে
সৈয়দপুর বিমানবন্দরের নাম হবে ‘শহীদ আবু সাঈদ বিমানবন্দর’ Next post সৈয়দপুর বিমানবন্দরের নাম হবে ‘শহীদ আবু সাঈদ বিমানবন্দর’