June 2, 2023
গাইবান্ধার মতো জাতীয় নির্বাচনও বাতিল করবে ইসি

গাইবান্ধার মতো জাতীয় নির্বাচনও বাতিল করবে ইসি

Read Time:3 Minute, 10 Second

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা জানিয়েছেন, অনিয়ম হলে গাইবান্ধার উপনির্বাচনের মতো জাতীয় নির্বাচনও বাতিল করে দেবো। সুষ্ঠু নির্বাচনের জন্য যা প্রয়োজন হবে, আমরা তাই করবো।

আজ বুধবার (২২ মার্চ) নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

২০২২ সালের ১২ অক্টোবর অনুষ্ঠিত গাইবান্ধা-৫ উপনির্বাচনে ব্যাপক অনিয়ম সিসি ক্যামেরায় পর্যবেক্ষণের পর সিইসি প্রথমে পঞ্চাশটি কেন্দ্র বন্ধ ঘোষণা করেন। এরপর রিটার্নিং কর্মকর্তাও ১ টি কেন্দ্র বন্ধ ঘোষণা করেন। পরে ভোটগ্রহণের যৌক্তিকতা না থাকার কারণে সম্পুন্ন নির্বাচন বন্ধ করে দেয় ইসি। এরপর গঠিত তদন্ত কমিটি ছয়শত ৮৫ জনের শুনানি নিয়ে ব্যাপক অনিয়মের প্রমাণ পায় ওই ৫১ কেন্দ্রে। এছাড়া বাকি কেন্দ্রগুলোর সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার পর অনিয়মের প্রমাণ পায় তদন্ত কমিটি।

পরে সেই কমিটির সুপারিশের ভিত্তিতে গাইবান্ধার এক অতিরিক্ত জেলা প্রশাসক, ৫ এসআই, নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাসহ একশত ৩৩ কর্মকর্তার বিরুদ্ধে বরখাস্তসহ বিভিন্ন শাস্তির সিদ্ধান্ত দেওয়া হয়। পরবর্তীতে গত জানুয়ারি মাসের ৪ তারিখে নতুন করে আবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা আরও বলেন, আমাদের একটাই মেসেজ—জাতীয় নির্বাচনে ভোটাররা তাদের নিজেদের পছন্দের প্রার্থীকে কোনো বাধা ছাড়াই ভোট দিতে পারবেন, আমরা সেই নিশ্চয়তা দিচ্ছি। গাইবান্ধার উপনির্বাচনে যেমন ভোট বন্ধ করে দেওয়া হয়েছিল, জাতীয় নির্বাচনেও অনিয়ম হলে ভোট বন্ধ করে দেওয়া হবে।

নির্বাচন সিসি ক্যামেরার ব্যবহার বিষয়ে সুলতানা বলেন, চলতি বছর অনুষ্ঠেয় ৫ সিটি নির্বাচনে আমরা সিসি ক্যামেরা ব্যবহার করবো। ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত এখনো রয়েছে।

পরিচয়হীনদের এনআইডি সরবরাহের বিষয়ে রাশেদা সুলতানা জানান, বিষয়টি নিয়ে আমাদের একটা কমিটি কাজ করে চলেছে। তাদের কীভাবে এনআইডি দেওয়া যায়, তা নিয়ে আমরা ভাবছি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
গাইবান্ধা জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ​​​​​​​হল আজ Previous post গাইবান্ধা জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ​​​​​​​হল
কুড়িগ্রামে মর্টারশেল বিস্ফোরণ Next post কুড়িগ্রামে মর্টারশেল বিস্ফোরণ