October 12, 2024
হিলিতে কমছে ভারতীয় পেঁয়াজের দাম

হিলিতে কমছে ভারতীয় পেঁয়াজের দাম

Read Time:2 Minute, 3 Second

বাজার স্বাভাবিক রাখতে দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বাড়িয়েছে আমদানিকারকরা।

যেখানে আগে ৯ থেকে ১০ ট্রাক পিঁয়াজ আমদানি হতো। এখন তা বেড়ে ১৬ থেকে ২৬ ট্রাক পিঁয়াজ আমদানি হচ্ছে।

দুর্গাপূজায় আগামী ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টানা ৬ দিনের জন্য স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। তাই দেশের বাজার স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানি বাড়ানো হয়েছে বলে আমদানিকারকরা জানিয়েছে।

হিলি খুচরা বাজারে দেখা গেছে, দুইদিন আগে আমদানিকৃত পিঁয়াজ মানভেদে ৮৫-৯০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তা কেজিতে ৫-১০টাকা কমিয়ে ৭৫-৮০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর দেশীয় পিঁয়াজ কেজিতে ১০ টাকা কমিয়ে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানায়, সম্প্রতি ভারতের বাজারে পিঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় গত ১৩ সেপ্টেম্বর পিঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক থেকে কমিয়ে ২০ শতাংশ ও রপ্তানি মূল্য প্রতি মেট্রিক টন ৫৫০ মার্কিন ডলার থেকে ১৪৫ ডলার কমিয়ে ৪০৫ ডলার নির্ধারণ করে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এরপর থেকে স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়। বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন পেঁয়াজ আমদানি হওয়ায় খুচরা বাজারে দাম কমতে শুরু করেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
উপদেষ্টাদেরকেও সম্পদের হিসাব দিতে হবে! Previous post উপদেষ্টাদেরকেও সম্পদের হিসাব দিতে হবে!
গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু Next post গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু