November 9, 2024
গোবিন্দগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা হয়েছে

গোবিন্দগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা হয়েছে

Read Time:2 Minute, 41 Second

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। চলতি বছরে এ পৌরসভায় ৫৬ কোটি ৮৯ লক্ষ ৮৬,৪০০ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোঃ মুকিতুর রহমান রাফি।

আজ শনিবার (৬ জুলাই) দুপুরে পৌরসভা হল রুমে সুধীজনদের সাথে আলোচনা শেষে এই বাজেট ঘোষণা করা হয়।

প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক শাকিল আলম বুলবুল এবং উপজেলা ভাইস-চেয়ারম্যান এমএ মতিন মোল্লা।

এই সময় গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বসির আহমেদ, গোবিন্দগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্স, পৌরসভার প্যানেল মেয়র-১ শাহিন আকন্দ, প্যানেল মেয়র-২ রিমন তালুকদারসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও কর্মী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং নাগরিকরা উপস্থিত ছিল।

গোবিন্দগঞ্জ পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে মোট প্রস্তাবিত আয় ধরা হয়েছে ৫৬ কোটি ৮৯ লক্ষ ৮৬,৪০০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৫৬ কোটি ৮৫ লক্ষ ৭০,০০০ টাকা। বাজেটে সমাপনী উদ্বৃত্ত দেখানো হয়েছে ৪ লক্ষ ১৬,৪০০ টাকা। গত অর্থ বছরে এ বাজেটের পরিমাণ ছিল ৫৩ কোটি ৫৩ লক্ষ ৩৫,০০০ টাকা।

এবারের বাজেটে রাস্তা, সেতু, ড্রেন, সোলার ও বৈদ্যুতিক বাতি, স্যানিটেশন, মশক নিধন, পানি সরবরাহসহ নানা উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে। এসব কাজ বাস্তবায়ন হলে শহর আলোকিত হয়ে উঠবে বলে অভিমত ব্যক্ত করেন পৌর মেয়র।

উল্লেখ্য, ৩৮.৪৭ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয় গোবিন্দগঞ্জ পৌরসভা। পৌর এলাকার ৯টি ওয়ার্ডে বসবাস করেন ৪০,২০১ জন মানুষ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
নারীর গোসলের ভিডিও ধারণ করার সময় আটক পুলিশ সদস্য Previous post নারীর গোসলের ভিডিও ধারণ করার সময় আটক পুলিশ সদস্য
রংপুরে তিস্তায় পানিতে ৪ হাজার পরিবার পানিবন্দি Next post রংপুরে তিস্তায় পানিতে ৪ হাজার পরিবার পানিবন্দি