September 25, 2023
বিএসএফের গুলিতে আবারো এক বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে আবারো এক বাংলাদেশি নিহত

Read Time:2 Minute, 55 Second

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত। পঞ্চগড় সীমান্তে মোঃ নুর ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশ গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া মোমিনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫২ এলাকা হতে লাশটি উদ্ধার করা হয়। নিহত মোঃ নুর ইসলাম বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের বকশীগঞ্জ গ্রামের আব্দুল জব্বারের পুত্র।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, গতকাল বুধবার গভীর রাতে বিএসএফের ১৯৫ কাঞ্চনজঙ্ঘা বিওপির টহল দল কয়েক রাউন্ড গুলি ছোড়ে। আজ বৃহস্পতিবার সকালে ওই সীমান্তে মোঃ নুর ইসলামের লাশ পড়ে থাকতে দেখে সীমান্তের লোকজন। স্থানীয়দের ধারণা, বিএসএফের গুলিতেই সে মারা গেছে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করেন। এই ঘটনায় নীলফামারী ৫৬ বিজিবির পক্ষ হতে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় হাড়িভাসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইয়েদ নুরে আলম বলেন, এই সীমান্ত এলাকায় আগেও বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয়রা জানায় যে, বিএসএফ সীমান্তে গুলি করেছে। গতকাল বুধবার গভীর রাতে স্থানীয়রা গুলির শব্দ শুনতে পায়। আজ সকালে সীমান্ত এলাকা হতে ১ জনের লাশ উদ্ধার করা হয়। দেখে মনে হয়েছে, তার পেছনে গুলি লেগে বাঁ চোখের নিচ দিয়ে বের হয়ে গেছে।

এই বিষয়ে জানতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আসাদুজ্জামান হাকিমকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা জানান, খবর পেয়ে সীমান্তের বাংলাদেশি এলাকা থেকে ১ জন বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহালে তাঁর শরীরে মারাত্মক জখম পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
মিঠাপুকুর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে Previous post মিঠাপুকুর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে
তেঁতুলিয়ায় মাদকসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার Next post তেঁতুলিয়ায় মাদকসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার