December 8, 2023
হিলিতে ১৬ কোটি টাকার হেরোইন ও ইয়াবা জব্দ

হিলিতে ১৬ কোটি টাকার হেরোইন ও ইয়াবা জব্দ

Read Time:2 Minute, 25 Second

দিনাজপুর জেলার হিলি স্থলবন্দরের জিরো পয়েন্টে ভারতীয় ১টি ট্রাকে অভিযান চালিয়ে মোট ১৬ কোটি টাকার হেরোইন ও ইয়াবা জব্দ করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

গতকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে ভারত থেকে রপ্তানি পণ্য বাংলাদেশে আনার সময় হেরোইন ও ইয়াবাগুলো জব্দ করা হয়।

ভারতের হিলি কাস্টমস এক্সপোর্টার অ্যান্ড ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলা মন্ডল জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে রপ্তানির উদ্দেশ্যে ভুসিবোঝাইকৃত ১টি ভারতীয় ট্রাক জিরোপয়েন্টের কাছাকাছি আসে। এই সময় কর্তব্যরত বিএসএফ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটিতে তল্লাশি চালায়। এই সময় ট্রাকের চালকের আসনের কেবিন থেকে মোট ২২টি ছোট ব্যাগে রাখা ২ কেজি ৩২২ গ্রাম হেরোইন এবং ৫০টি ছোট ব্যাগে রাখা ইয়াবা জব্দ করা হয়। এসব মাদকের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি টাকা। তিনি বলেন, এই অপরাধের সাথে কারা জড়িত, সেটা আমাদের সংগঠনের পক্ষ থেকেও খতিয়ে দেখা হচ্ছে।

দিনাজপুরের বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুর রহমান লিটন বলেন, হেরোইন ও ইয়াবাগুলো বাংলাদেশে পাচারের জন্য আনা হয়েছিল। এ ব্যাপারে আমরা উদ্বেগ প্রকাশ করেছি।

এর আগে গত শনিবার হিলি স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তারা আমদানিকৃত খৈলবোঝাই ভারতীয় ট্রাক হতে বিপুল পরিমাণ ফেন্সিডিল, ফেয়ারডিল এবং অ্যাম্পল জব্দ করেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
রংপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু Previous post দিনাজপু‌রে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু
লালমনিরহাটের আলোচিত স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছে Next post লালমনিরহাটে গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী বিরুদ্ধে