November 9, 2024
রংপুরে হেফাজতের গণসমাবেশে দেওয়াল চাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ

Read Time:2 Minute, 47 Second

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ ও ছাত্রজনতা হত্যায় শেখ হাসিনার বিচার দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

আজ সোমবার (১২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বিক্ষোভকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আওয়ামী লীগের ‘দালাল’ এবং শেখ হাসিনাকে ‘খুনি’ আখ্যায়িত করে তাকে অবিলম্বে ভারত থেকে নিয়ে এসে বিচার দাবি করেন।

পরে দলীয় কার্যালয়ের সামনে বক্তব্য দেয়- রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরন্নবী চৌধুরী মিলন, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জহির আলম নয়ন, রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জাকারিয়া ইসরাম জীম।

উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ নেওয়াজ জোহা, সদস্য সচিব আফতাবুজ্জামান সুজন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নোমান হাসান, মহানগর ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান সুনজ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান হিজবুলসহ অন্য নেতৃবৃন্দরা।

বক্তারা অভিযোগ করে, আওয়ামী-লীগকে পুনর্বাসনের চক্রান্ত শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। আওয়ামী লীগকে শক্তি জোগাতে তিনি একের পর এক বিতর্কিত বক্তব্য দিচ্ছে। নেতৃবৃন্দ কোটা বিরোধী আন্দোলনে ছাত্রজনতা হত্যার ঘটনায় শেখ হাসিনাকে মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করে তার শাস্তি দাবি জানান।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
পঞ্চগড়ে শেখ হাসিনাসহ ৮৭ জনের বিরুদ্ধে মামলা Previous post শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে হত্যা মামলা
ঈদে ৫ দিন এবং পূজার ছুটি ৩ দিন হতে পারে Next post বাতিল হচ্ছে ১৫ আগস্টের সরকারি ছুটি