September 25, 2023
কুড়িগ্রামে ৪৫ মহিষ জব্দ করেছে বিজিবি

কুড়িগ্রামে ৪৫ মহিষ জব্দ করেছে বিজিবি

Read Time:2 Minute, 55 Second

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার চরাঞ্চলে অভিযান চালিয়ে মোট ৪৫টি ‘ভারতীয় মহিষ’ জব্দ করেছে বিজিবি। কিন্তু স্থানীয় কৃষকদের দাবি যে, এসব মহিষ গৃহপালিত এবং হাট হতে কিনে এনে লালন করেছেন তারা।

তাদের দাবি অনুযায়ী, নদীর তীরবর্তী এলাকায় বিশ্রামে থাকা তাদের লালিত মহিষগুলো মালিকানা যাচাই বাছাই ছাড়াই বিজিবি ধরে ক্যাম্পে নিয়ে আসে। গতকাল সোমবার দুপুর থেকে কুড়িগ্রাম বিজিবি কার্যালয়ের সামনে বৈধ কাগজপত্রসহ অপেক্ষা করেও মহিষ ফেরত না পেয়ে বিকেল ৫টায় জেলা প্রশাসক বরাবার মোঃ আয়নাল মিয়া নামের এক কৃষক অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।

এই সময় ওই কৃষকের সাথে ছিলেন ওই ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য মোঃ শুকুর আলী। মোঃ শুকুর আলী জানান, বিজিবি ঝটিকা সফরে গিয়ে প্রচন্ড গরমে নদীর তীরে পানিতে বিশ্রামে শুয়ে থাকা মহিষ ধরে নিয়ে যায় বিজিবির সদস্যরা। তারা কোন মালিকানা যাচাই করেনি। সীমান্ত এলাকা হতে প্রায় ৫ কি.মি. দূরে যে মহিষগুলো জব্দ করে বিজিবি, সেগুলো কৃষকের পালিত এবং তা চোরাই কিংবা ভারতীয় নয়।

মহিষ মালিক মোঃ আয়নাল মিয়া জানান, আমার ৬ টি মহিষ বিজিবি ধরে এনেছেন। তিনি এসব মহিষ গত ১০ আগষ্ট তারিখে যাত্রাপুর হাটে জনৈক মোঃ হাফিজুরের কাছ থেকে কিনেছেন ৫ লাখ টাকা দিয়ে। লালন পালন করে সেগুলো বড় করে বিক্রি করবেন এই আশায় তিনি তা ক্রয় করেন। বিজিবির সদস্য রাখালের কাছে বৈধ কাগজ দেখতে চাইলে বাড়ি থেকে কাগজ নিয়ে আসার আগেই তারা মহিষ নিয়ে চলে আসে। দুপুর থেকে বৈধ কাগজ নিয়ে ঘুরছি কিন্তু বিজিবি কোন পাত্তাই দিচ্ছেন না আমাকে।

জেলা প্রশাসক মোঃ সাইদুল আরীফ বলেন, আজ ওই ইউনিয়নের চেয়ারম্যানের উপস্থিতিতে আমি বিজিবির কমান্ডিং অফিসারকে বিষয়টি অবহিত করলে তিনি মালিকানা যাচাই বাছাই করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
এবার রংপুরে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা Previous post এবার রংপুরে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা
পরশুরাম থানা পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ একজন গ্রেফতার Next post পরশুরাম থানা পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ একজন গ্রেফতার