October 12, 2024
গাইবান্ধায় বিষপানে একজনের মৃত্যু

গাইবান্ধায় বিষপানে একজনের মৃত্যু

Read Time:1 Minute, 57 Second

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় দাম্পত্যে কলহে স্বামীর সঙ্গে অভিমান করে বিষাক্ত তরল জাতীয় পদার্থ পান করে মোসলেমা বেগম (২৫) নামের এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার দুপুরে
তিনি মারা যায়।

মৃত মোসলেমা বেগম উপজেলার গোপালপুর গ্রামের মোঃ হামিদ মিয়ার দ্বিতীয় স্ত্রী। তার স্বামী পেশায় একজন ভ্যান চালক।

পুলিশ ও স্থানীয়সুত্রে জানা গেছে, মোসলেমা বেগমের সঙ্গে স্বামী হামিদ মিয়ার দীর্ঘদিন থেকে দাম্পত্যে কলহ চলে আসছে। এরই জের ধরে গত রবিবার সন্ধ্যায় স্বামীর ওপর রাগে ক্ষোভে পরিবারের সকলের অজান্তে ঘরে থাকা চুলকালো করার দুলহান নামের বিষাক্ত তরল পদার্থ পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে ক্রমান্বয়ে তার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটতে থাকলে ওইরাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরেরদিন (সোমবার) চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমুত্যু মামলা রুজু করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু Previous post গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
গাইবান্ধায় বিলে ডুবে এক শিশুর মৃত্যু Next post উলিপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু