December 13, 2024
তৃতীয় বিয়ে করায় যুবকের বিশেষাঙ্গ কেটে পালিয়েছে স্ত্রী!

নীলফামারীতে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ

Read Time:4 Minute, 2 Second

নীলফামারী জেলার ডিমলায় সিজারের সময় ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত সোমবার রাত ১২টার দিকে মেডি-নোভা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনাটি ঘটে।

মৃত নারীর নাম মোছাঃ লাভলি আক্তার (২৫)। তিনি উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের মোঃ সামিউলের স্ত্রী।

স্থানীয়দের অভিযোগ, বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই সিজার অপারেশন করায় লাভলি নামে ওই রোগীর মৃত্যু হয়েছে।

অনুমোদনহীন ওই ক্লিনিকে প্রায় রোগী মৃত্যুর ঘটনা ঘটে। প্রশাসনের অভিযানে মাঝেমধ্যে ক্লিনিক সিলগালা হলেও অজ্ঞাত কারণে আবার চালু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী একজন রোগীর অপারেশনের জন্য একজন বিশেষজ্ঞ সার্জন, একজন অ্যানেস্থেসিওলজিস্ট, একজন এমবিবিএস চিকিৎসকসহ অন্যান্য জনবল আবশ্যক। এসব জনবলের অনুপস্থিতিতে কোনভাবে অস্ত্রোপচার করতে পারবেন না সার্জন।

স্বজন ও ক্লিনিক সূত্রে জানা যায, সোমবার ১৯ আগষ্ট) রাতে প্রসবজনিত অস্ত্রোপচার করাতে লাভলিকে মেডি-নোভা ক্লিনিকে ভর্তি করায় তাঁর পরিবার। রাত ১২টার দিকে বিশেষজ্ঞ সার্জন ও অ্যানেস্থেসিওলজিস্টের উপস্থিতি ছাড়াই লাভলির সিজার করেন ক্লিনিকের এমবিবিএস চিকিৎসক মমিনুর রহমান সনেট। সিজারের পর চিকিৎসক জানায়, মা ভালো আছে তবে নবজাতক অসুস্থ। এর কিছু সময় পর নবজাতকের মৃত্যুর খবর জানায় ক্লিনিক কর্তৃপক্ষ। পরে রাত ১টার দিকে প্রসূতিকে ওয়ার্ডে নেওয়া হয়। তখন চিকিৎসকেরা জানায়, লাভলি ভালো আছে।

পরে ভোর ৬টার দিকে লাভলি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ক্লিনিক কর্তৃপক্ষ তাঁকে রংপুর হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

লাভলির বাবা সৈয়দ আলী বলেন, ‘প্রসব বেদনা উঠলে মেয়ে লাভলীকে ওই ক্লিনিকে নিয়ে যাই। সিজারের পর মা ও শিশুর মৃত্যু হয়।’

তবে ক্লিনিকটির ব্যবস্থাপক হর্ষবর্ধন রায় জানায়, ক্লিনিক কর্তৃপক্ষ প্রসূতিকে ভর্তি করতে চায়নি। তাঁর (প্রসূতির) স্বজনদের অনুরোধে ভর্তির পর সিজার করা হয়েছে।

বিশেষজ্ঞ না হয়েও অস্ত্রোপচার করা চিকিৎসক মোঃ মমিনুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক কর্মকর্তা হিসেবে কর্মরত। এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পাশের উপজেলাগুলোতে অনেক এমবিবিএস চিকিৎসক সিজারিয়ান অপারেশন করছে। তারা কেউ বিশেষজ্ঞ নয়। তাই আমিও করছি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান জানান, এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্লিনিকটির অনুমোদন আছে কি না, জানতে চাইলে তিনি জানায়, তারা কাগজপত্র জমা দিয়েছে, তবে লাইসেন্স পেয়েছে কি না জানা নেই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে যুবদলের বিক্ষোভ Previous post শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে যুবদলের বিক্ষোভ
পীরগাছায় আওয়ামী লীগের দুইজন নেতা গ্রেফতার Next post কুড়িগ্রামে বিভিন্ন অপরাধে ১৮ জন গ্রেফতার