September 8, 2024
জেলা পরিষদ থেকে পদত্যাগ করেও নির্বাচনে থাকা হলো না জাফর আলীর

দলীয় মনোনয়নেরজন্য কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান থেকে পদত্যাগ

Read Time:2 Minute, 9 Second

কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ জাফর আলী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়নের প্রত্যাশায় তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আজ সোমবার দুপুরে নিজে এ তথ্য নিশ্চিত করেছেন মোঃ জাফর আলী।

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনতে ঢাকায় রয়েছেন জানিয়ে মোঃ জাফর আলী মোবাইল ফোনে বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের প্রত্যাশায় সোমবার দুপুর ১২টার দিকে মন্ত্রণালয়ে গিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান পদ হতে পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি আশা করি দলীয় সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে কুড়িগ্রাম-২ আসন হতে মনোনয়ন দিবেন।’

জেলা আওয়ামী লীগের এই প্রবীণ নেতা আরও জানান, ‘জেলায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার পাশাপাশি দলকে আরও শক্তিশালী করতে কুড়িগ্রাম সদর আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী প্রয়োজন। আশা করছি প্রধানমন্ত্রী সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে আমাকে মনোনয়ন দিবে।’

দলীয় সূত্রে জানা যায়, মোঃ জাফর আলী ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমান উদ্দিন আহমেদ মঞ্জু এবং একুশে পদকপ্রাপ্ত আইনজীবী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্রাহাম লিংকনসহ কুড়িগ্রাম-২ আসন হতে এখন পর্যন্ত মোট ১০ জন দলীয় মনোনয়নপত্র কিনেছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
রংপুরে নাশকতা মামলায় ৫ বিএনপি নেতার ১০ বছর করে কারাদণ্ড Previous post রংপুরে নাশকতা মামলায় ৫ বিএনপি নেতার ১০ বছর করে কারাদণ্ড
রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়কের পিস্তল পুলিশের হেফাজতে নিয়েছে Next post জাতীয় পার্টি মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে