November 3, 2024
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের আঘাতে ১৪ জন ছাত্র আহত

লালমনিরহাটের আলোচিত স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছে

Read Time:2 Minute, 47 Second

সোনালী ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ আতাউর রহমান প্রধানসহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল করেছে লালমনিরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।

সোনালী ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ আতাউর রহমান

গতকাল রবিবার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে বিকেলে জেলার ৩ টি আসনে মোট ৮ জনের মনোনয়ন পত্র বাতিল ও ১ জনের মনোনয়ন পত্র স্থগিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। লালমনিরহাটের ৩ টি আসনে ৩০ জন প্রার্থী মনোনয়ন পত্র কিনলেও জমা দেন ২৭ জন প্রার্থী।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী সোনালী ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান প্রধান, স্বতন্ত্র প্রার্থী হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কে এম আমজাদ হোসেন তাজু এবং আব্দুল বাকি,

লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে রবীন্দ্রনাথ বর্মন (স্বতন্ত্র), রজব আলী (জাকের পার্টি), মোঃ দেলাব্বর রহমান (বাংলাদেশ কংগ্রেস), মোছাঃ হালিমা খাতুন (স্বতন্ত্র) ও লালমনিরহাট-৩ (সদর) আসনে ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি স্বতন্ত্র প্রার্থী জাবেদ হোসেন বক্কর।

লালমনিরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ জানান, অনেকক্ষণ যাচাই বাচাই শেষে লালমনিরহাট-১ আসেন সাবেক প্রতিমন্ত্রী মোঃ মোতাহার হোসেন, লালমনিরহাট-২ আসনে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, লালমনিরহাট-৩ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ মোট ১৮ জনের মনোনয়ন বৈধতা দেয়া হয়য়েছে।

শুধু গণতন্ত্রী পাটির প্রার্থী সুবৃত্তি রানীর মনোনয়নটি স্থগিত করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
কুড়িগ্রামে আওয়ামী লীগের নেতা–কর্মীর নামে মামলা Previous post কুড়িগ্রামে ২৫ জনের মনোনয়ন বৈধ; প্রার্থীতা বাতিল হয়েছে ১৪ জনের
সুন্দরগঞ্জ আসনে মোট ৪ জনের মনোনয়ন বাতিল Next post সুন্দরগঞ্জ আসনে মোট ৪ জনের মনোনয়ন বাতিল