February 24, 2024
ঠাকুরগাঁওয়ে চোলাই মদ-ফেন্সিডিলসহ তিনজন গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে চোলাই মদ-ফেন্সিডিলসহ তিনজন গ্রেফতার

Read Time:2 Minute, 5 Second

ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী বিশেষ অভিযানে মোট ৭০ লিটার চোলাই মদ এবং ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার মধ্যপারপুগী গ্রামের খাদেমুল ইসলামের ছেলে মোঃ মামুন ইসলাম ওরফে মন্টু (২৫), মহুভাষী মাদারগঞ্জ গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মোঃ দবিদুর রহমান (৫০) এবং ফকদানপুর কালিতলা গ্রামের বুলু মিয়ার ছেলে মোঃ ফয়সাল হোসেন (২৫)।

গত শুক্রবার (১৮ আগস্ট) রাতে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ শিবগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে।

পুলিশ শিবগঞ্জ বাজারের পাবলিক টয়লেটের ভিতর থেকে ৪০ লিটার চোলাই মদ এবং ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। অপরদিকে ফকদনপুর কালিতলা গ্রামে অভিযান চালিয়ে মোট ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উভয় ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করে।

এই ঘটনায় গত শুক্রবার রাতেই ঠাকুরগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক ২টি মামলা হয়েছে।

মামলা নং-২৮ তাং-১৮.০৮.২০২৩ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ২৪(খ).৩৬(১) সারণির ১৪(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এবং মামলা নং-২৯ তাং-১৮.০৮.২০২৩ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ২৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন।

আটককৃত আসামিদের গতকাল শনিবার (১৯ আগস্ট) আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত আসামীদের জেল হাজতে প্রেরণ করেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
দিনাজপুরে ট্রাক চাপায় একজনের মৃত্যু Previous post গাছের সাথে বাইকের ধাক্কায় একজনের মৃত্যু
ডোমারে মাদক ব্যবসায়ী মোছাঃ সাহিদা বেগমের বিরুদ্ধে ২৭তম মামলা Next post ডোমারে মাদক ব্যবসায়ী মোছাঃ সাহিদা বেগমের বিরুদ্ধে ২৭তম মামলা