October 13, 2024
তেঁতুলিয়ায় ইউএনও পরিচয়ে প্রতারণার শিকার হয়েছে ২ জন ব্যবসায়ী

তেঁতুলিয়ায় মাদকসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Read Time:2 Minute, 21 Second

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় পৃথক অভিযানে গাঁজা ও হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে তেঁতুলিয়া উপজেলার শালবাহান মাঝিপাড়া এলাকায় ও ভজনপুর ইউনিয়নের ভজনপুর (ডাঙ্গী) এলাকা হতে গাঁজা ও হেরোইনসহ তাদের ২ জনকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের মৃত নহর আলীর পুত্র মোঃ ওমর আলী (৫০) ও একই উপজেলার ভজনপুর ইউনিয়ন ভজনপুর (ডাঙ্গী) গ্রামের শ্রী প্রফুল্ল চন্দ্র সাহার পুত্র সতিশ চন্দ্র সাহা ওরফে কৈলাস ওরফে কলেজ (৩০)।

পুলিশ জানায়, বিকেল ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আমানুল্লাহর নেতৃত্ব পুলিশের ১টি টিম নিয়ে উপজেলার মাঝিপাড়া শালবাহান রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এই সময় ১০০ গ্রাম গাঁজাসহ ওমর আলীকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই তপন কুমার রায়ের নেতৃত্ব উপজেলার ৬নং ভজনপুর ইউনিয়নের ভজনপুর বাজার থেকে একাধিক মাদক মামলার আসামি শ্রী সতিশ চন্দ্র সাহা ওরফে কৈলাস ওরফে কলেজকে সাড়ে তিন গ্রাম ওজনের হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩৫,০০০ টাকা।

আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন তেঁতুলিয়া মডেল থানার (ওসি তদন্ত) মোঃ আরমান আলী জানান, গ্রেফতারকৃত ওমর আলী ও সতিশ চন্দ্র সাহার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। মামলা দায়ের শেষে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফ এক জওয়ান আটক Previous post বিএসএফের গুলিতে আবারো এক বাংলাদেশি নিহত
পুলিশ কনস্টেবল হত্যায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার Next post আরপিএমপি’র মাদক বিরোধী অভিযানে ২৪ জন গ্রেফতার