চিলমারীতে বৃদ্ধাকে মারধরের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মানববন্ধন
কুড়িগ্রাম জেলার চিলমারীতে ষাটোর্ধ্ব নারীকে মারধরের ঘটনায় যুবদল নেতা ও তাঁর অনুসারীদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এলাকাবাসীর অংশগ্রহণে উপজেলার থানাহাট ইউনিয়নের পাম্প মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে তাঁরা মানববন্ধন করেন।
অভিযুক্ত রেজাউল করিম উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক। তাঁর সহযোগীরা হলেন মোঃ আমিনুল ইসলাম (৪৫), মোঃ মিজানুর রহমান (৩৮) ও ইসমাইল হোসেন (৩০)।
মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগী নারীর ছেলে মোঃ হাফিজুর বলেন, ‘গত শনিবার রাতে উপজেলা যুবদল নেতা রেজাউল করিম রাস্তা আটকে আমার মাকে মারধর করে। যে কারণে থানায় মামলা দেওয়া হয়েছে। থানায় মামলা দেওয়ার কারণে আমাদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। তাই আজ বুধবার (১১ সেপ্টেম্বর) এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করেছে।’
স্থানীয় মোছাঃ আকলিমা বেগম বলেন, ‘এক নারীকে মারধর করা মানে সকল নারীকে মারধর করা। আমি বিএনপির নেতা রেজাউল করিম ও ইসমাইল হোসেনের বিচার চাই। আমাদের কোন নিরাপত্তা নাই, আমরা নিরাপত্তা চাই।’
ভুক্তভোগী মালেকা বলেন, ‘আমি আমার ছেলেকে খুঁজতে পাম্পের মোড়ে গিয়েছিলাম। বাড়ি ফেরার পথে রেজাউল আমার পথ রোধ করে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। একপর্যায়ে সে আমাকে ধাক্কা মারলে পাশে থাকা বেঞ্চের ওপর পড়ে যাই। এরপর সে আমার গালে চড়থাপ্পড় মারতে থাকে। এই সময় আমার ছেলে ও ছেলের বউ এগিয়ে এলে তাদেরও মারধর করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়।’
এ বিষয়ে জানতে চাইলে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ বলেন, ‘তারা যেভাবে অভিযোগ দিয়েছে সেভাবে মামলা হয় না। আমরা অভিযোগটি আদালতে পাঠিয়েছি। এখন আদালত থেকে অনুমতি এলে মামলা হবে।’
এর আগে গত শনিবার বিকেলে উপজেলার থানাহাট ইউনিয়নের মজিদের পাড় এলাকায় ষাটোর্ধ্ব এক নারীকে মারধরের ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর নাম মোছাঃ মালেকা বেগম (৬৫)। তিনি ওই এলাকার মোঃ শহীদুল ইসলামের স্ত্রী। পরদিন রবিবার দুপুরে থানায় যুবদল নেতাসহ কয়েকজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ জানানো হয়।
আরোও খবর পড়ুন
সড়ক দূর্ঘটনায় ডোমারের আনসার সদস্যের মৃত্যু
চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুত্ব আহত হয়েছিলেন নীলফামারী জেলার ডোমার উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা কল্পনা রানী রায়(৪০)। চিকিৎসাধীন অবস্থায়...
ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় দুইজনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয় ১,২১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে...
বরখাস্ত হলেন লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ার কারণে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মিকে এবার...
সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধের মৃত্যু
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে গফুর আলী(৯০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।গতকাল রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ইদিলপুর ইউনিয়নের...
গাইবান্ধায় ফেন্সিডিলসহ নারী গ্রেফতার
গাইবান্ধার সদরে ফেনসিডিলসহ মীম (২০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এই সময় ১৪৯ বোতল ফেন্সিডিল জব্দ করা...
চাকরি গেলেও সমস্যা নেই: লালমনিরহাট নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত পোস্ট করে ওএসডি হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের...