October 8, 2024
গোবিন্দগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন

চিলমারীতে বৃদ্ধাকে মারধরের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মানববন্ধন

Read Time:3 Minute, 17 Second

কুড়িগ্রাম জেলার চিলমারীতে ষাটোর্ধ্ব নারীকে মারধরের ঘটনায় যুবদল নেতা ও তাঁর অনুসারীদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এলাকাবাসীর অংশগ্রহণে উপজেলার থানাহাট ইউনিয়নের পাম্প মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে তাঁরা মানববন্ধন করেন।

অভিযুক্ত রেজাউল করিম উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক। তাঁর সহযোগীরা হলেন মোঃ আমিনুল ইসলাম (৪৫), মোঃ মিজানুর রহমান (৩৮) ও ইসমাইল হোসেন (৩০)।

মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগী নারীর ছেলে মোঃ হাফিজুর বলেন, ‘গত শনিবার রাতে উপজেলা যুবদল নেতা রেজাউল করিম রাস্তা আটকে আমার মাকে মারধর করে। যে কারণে থানায় মামলা দেওয়া হয়েছে। থানায় মামলা দেওয়ার কারণে আমাদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। তাই আজ বুধবার (১১ সেপ্টেম্বর) এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করেছে।’

স্থানীয় মোছাঃ আকলিমা বেগম বলেন, ‘এক নারীকে মারধর করা মানে সকল নারীকে মারধর করা। আমি বিএনপির নেতা রেজাউল করিম ও ইসমাইল হোসেনের বিচার চাই। আমাদের কোন নিরাপত্তা নাই, আমরা নিরাপত্তা চাই।’

ভুক্তভোগী মালেকা বলেন, ‘আমি আমার ছেলেকে খুঁজতে পাম্পের মোড়ে গিয়েছিলাম। বাড়ি ফেরার পথে রেজাউল আমার পথ রোধ করে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। একপর্যায়ে সে আমাকে ধাক্কা মারলে পাশে থাকা বেঞ্চের ওপর পড়ে যাই। এরপর সে আমার গালে চড়থাপ্পড় মারতে থাকে। এই সময় আমার ছেলে ও ছেলের বউ এগিয়ে এলে তাদেরও মারধর করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়।’

এ বিষয়ে জানতে চাইলে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ বলেন, ‘তারা যেভাবে অভিযোগ দিয়েছে সেভাবে মামলা হয় না। আমরা অভিযোগটি আদালতে পাঠিয়েছি। এখন আদালত থেকে অনুমতি এলে মামলা হবে।’

এর আগে গত শনিবার বিকেলে উপজেলার থানাহাট ইউনিয়নের মজিদের পাড় এলাকায় ষাটোর্ধ্ব এক নারীকে মারধরের ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর নাম মোছাঃ মালেকা বেগম (৬৫)। তিনি ওই এলাকার মোঃ শহীদুল ইসলামের স্ত্রী। পরদিন রবিবার দুপুরে থানায় যুবদল নেতাসহ কয়েকজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ জানানো হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
পঞ্চগড়ে নিখোঁজের দুইদিন পর করতোয়া নদী থেকে মরদেহ উদ্ধার Previous post নিহতের ২ দিন পর জয়ন্তের মরদেহ হস্তান্তর!
গাইবান্ধায় প্রতারণা অভিযোগে এক যুবক আটক Next post গাইবান্ধায় প্রতারণা অভিযোগে এক যুবক আটক