December 13, 2024
পঞ্চগড়ে শেখ হাসিনাসহ ৮৭ জনের বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ে শেখ হাসিনাসহ ৮৭ জনের বিরুদ্ধে মামলা

Read Time:2 Minute, 24 Second

পঞ্চগড়ে ২০০৬ সালের ২৮ অক্টোবরের হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৮৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে।

গত শুক্রবার (১ নভেম্বর) পঞ্চগড় সদর থানায় এই মামলাটি দায়ের করেন শাহীন আলম আশিক নামে এক ব্যক্তি। মামলার বাদী সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের যুগিভিটা এলাকার আবু আলম মুহাম্মদ আব্দুল হাই হেলালের ছেলে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম মাসুদ পারভেজ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

শেখ হাসিনা ছাড়াও মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান ও নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট এবং আব্দুল হান্নান শেখ, সাবেক পৌর মেয়র জাকিয়া খাতুন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম।

মামলায় উল্লেখ করা হয়েছে, ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার আহ্বানে পঞ্চগড়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা পঞ্চগড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। সেদিন জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সমাবেশে হাফিজাবাদ ইউনিয়ন থেকে যোগ দিতে আসা নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। এতে আহত হয় মামলারা বাদীর বাবা আবু আলম মুহাম্মদ আব্দুল হাই হেলালসহ কয়েকজন।

মামলার বাদী শাহীন আলম আশিক জানান, ১৮ বছর আগে সন্ত্রাসী হামলার শিকার হয়েও ন্যায়বিচার পাইনি। কথা বলারইতো স্বাধীনতা ছিল না, বিচার পাবো কীভাবে। দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, আশা করি এবার সুষ্ঠু বিচার পাবো।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
ভূরুঙ্গামারীতে মাদকসহ একজন আটক Previous post ভূরুঙ্গামারীতে মাদকসহ একজন আটক
রংপুর মেডিকেল কলেজ কমপ্লিট শাট ডাউন! Next post রংপুর মেডিকেল কলেজ কমপ্লিট শাট ডাউন!