September 22, 2023
নতুন ভাবে তৈরি হচ্ছে রংপুর সার্কিট হাউস

নতুন ভাবে তৈরি হচ্ছে রংপুর সার্কিট হাউস

Read Time:7 Minute, 15 Second

নতুন ভাবে রংপুর সার্কিট হাউসের সম্প্রসারিত ভবন নির্মাণ করা হচ্ছে। নগরীর পুরাতন সার্কিট হাউস ভবনের পেছনে এই প্রকল্পের নির্মাণকাজ অনেকটাই দৃশ্যমান। দেশের মোট ৩৭টি জেলায় সার্কিট হাউস সম্প্রসারণের অংশ হিসেবে রংপুর সার্কিট হাউসের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা হচ্ছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে সার্কিট হাউসের সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে এবং সরকারের উন্নয়ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত কর্মকর্তাদের সরকারি সফরকালে নিরাপত্তার সাথে সার্কিট হাউসে অবস্থান করা সম্ভব হবে।

গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নাধীন এ প্রকল্পটির খরচ ধরা হয়েছে মোট ২৩ কোটি ৬৬ লাখ ৮১,৬৬৪ টাকা। সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে সম্প্রসারিত ঊর্ধ্বমুখী ভবনের নকশা প্রণয়ন করেছে স্থাপত্য অধিদপ্তর। প্রকল্পটিতে থাকছে ৬ তলাবিশিষ্ট প্রধান ভবন, গ্যারেজসহ পুলিশ ব্যারাক, আউটডোর কিচেন, সাবস্টেশন ভবন, সীমানা প্রাচীরসহ প্রধান ফটক। নতুন এই ভবন নির্মাণের কাজ করছে এসএসএলটিই-জেবি নামের ২টি ঠিকাদারি প্রতিষ্ঠান।

গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, ১৮ মাসের সময়সীমা নিয়ে ২০২২ সালের পহেলা জুন হতে সম্প্রসারিত নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয়, যা এখনো চলমান। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী এই প্রকল্পের কাজ তদারকি করছেন।

এদিকে ঐতিহাসিক পুরাতন রংপুর সার্কিট হাউসের মতোই নজর কারা নির্মাণাধীন নতুন ভবনের ঊর্ধ্বমুখী অবকাঠামো। প্রতিদিনই স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন এলাকার লোকজন এবং দর্শনার্থীরা নির্মাণাধীন ভবনের আশপাশ ঘুরে দেখছেন। কেউ কেউ ছবিও তুলে নিচ্ছে। কারও কারও চোখে ভাসছে পুরাতন সার্কিট হাউসের স্মৃতি। সবমিলিয়ে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নতুন ভবনের দৃশ্যমান নির্মাণ অগ্রগতিতে খুশি রংপুরবাসীও।

সাবেক ছাত্রনেতা ও ইতিহাস সংরক্ষক মোঃ রিয়াদ আনোয়ার শুভ বলেন, এই সার্কিট হাউস রংপুরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে মিলেমিশে আছে। এর সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী রংপুর সার্কিট হাউস। নতুন ভবন নির্মাণ হচ্ছে, এটি আনন্দের এবং সময়োপযোগী উদ্যোগ। তবে নতুনের পাশাপাশি পুরাতন অবকাঠামো ঠিকঠাক থাকলে আগামীতে নতুন প্রজন্ম অনেক কিছু জানতে পারবে। কারণ এই সার্কিট হাউসের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জড়িত আছে।

তিনি আরও জানান, স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১ম রংপুর সফরে এসেছিলেন ১৯৭২ সালের ১১ মে। কালেক্টরেট মাঠে লক্ষাধিক মানুষ সংবর্ধনা দেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেখানে বিশাল জনসভায় বঙ্গবন্ধু ভাষণ দেন। ওইদিন তিনি সার্কিট হাউসে অবস্থান করেছিলেন।

রিয়াদ আনোয়ার শুভ জানান, রংপুর সার্কিট হাউস দেশের একমাত্র ভবন যেখানে একই রাতে রাত্রিযাপন করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ঘটনাটি ১৯৯১ সালের উপ-নির্বাচনের সময়ের। তখন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন উপরের তলায়, আর বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা ছিলেন নিচতলায়। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর সফরে এসে এই সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন।

এদিকে গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসক কার্যালয়ের আওতায় ন্যূনতম একটি করে ২ থেকে ৩ তলাবিশিষ্ট সার্কিট হাউস রয়েছে, যা বিভিন্ন সরকারি কাজে ব্যবহৃত হচ্ছে। মন্ত্রী, সংসদ সদস্য এবং সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাদের রাষ্ট্রীয় সফরে রাত্রিযাপন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা এখানে আয়োজন করা হয়ে থাকে। বর্তমানে রংপুরসহ দেশের অন্যান্য সার্কিট হাউসগুলো অনেক আগের সময়ের প্রেক্ষিতে নির্মাণ করা হয়েছিল। সেই সময়ের তুলনায় বর্তমানে সংসদ আসন ও সরকারি কর্মকর্তাদের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। তাছাড়া দিন দিন দেশে কাজের পরিধি বাড়ছে তাই বর্তমানে বেশিরভাগ সার্কিট হাউসগুলোতে স্থান সংকুলান হচ্ছে না। অনেক মন্ত্রী, সংসদ সদস্য ও সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের রাষ্ট্রীয় সফরে এসে বিভিন্ন বেসরকারি হোটেলে নিরাপত্তাহীনতার সাথে রাত্রিযাপন করতে হচ্ছে। এ পরিস্থিতিতে রংপুরসহ মোট ৩৭টি জেলায় সার্কিট হাউস সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়নে খরচ ধরা হয়েছে মোট ১৭০ কোটি ৫৬ লক্ষ টাকা।

রংপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুজ্জামান খন্দকার বলেন, রংপুর সার্কিট হাউস সম্প্রসারণ প্রকল্পের কাজটি চলমান রয়েছে। প্রায় ৮৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আশা করছি খুব শিগগিরই বাকি কাজটুকুও সম্পন্ন হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
হিলিতে গুদামে পেঁয়াজের কেজি ১০ টাকা! Previous post পেঁয়াজের দাম ঠিক রাখতে হিলিতে ভোক্তা-অধিকারের অভিযান
র‌্যাবের অভিযানে ধর্ষন মামলার পলাতক আসামী গ্রেফতার Next post র‌্যাবের অভিযানে ধর্ষন মামলার পলাতক আসামী গ্রেফতার