September 22, 2023
বুড়িমারীতে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

রংপুর সিটি করপোরেশনের কর্মচারীদের সঙ্গে পরিচ্ছনতাকর্মীদের সংঘর্ষ

Read Time:4 Minute, 13 Second

রংপুরে হরিজনদের সাথে সিটি করপোরেশনের কর্মচারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে সিটি করপোরেশনের প্রধান ফটকের সামনে এই ঘটনাটি ঘটে। এতে সাংবাদিকসহ উভয়পক্ষের কমপক্ষে মোট ৩৫ জন আহত হয়।

রংপুর সিটি করপোরশন প্রাঙ্গণে হামলার ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে রংপুর সিটি করপোরেশন। এদিকে এই ঘটনার প্রতিবাদের বিকেলে হরিজন অধিকার আদায় সংগঠনের পক্ষ হতে সংবাদ সম্মেলন করে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতী ঘোষণা করা হয়।

হরিজন অধিকার আদায় সংগঠনের সভাপতি সুরেশ বাসফোর জানান, বর্তমান সমাজে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সিটি কর্পোরেশনের অল্প বেতনে সংসার পরিচালনা করা খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে অসুস্থতা বা সমস্যায় পরে কাজে না গেলে সিটি কর্পোরেশন হাজিরা কেটে নেয়, ছাঁটাইকরণের হুমকি দেয়, গালাগালি করে। আজ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিটি করপোরেশনের মেয়রের সাথে কথা বলতে গেলে গুণ্ডা বাহিনী দিয়ে আমাদের উপর হামলা করানো হয়। এতে হাসান নামে আহত ১জন রমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে। সানিক বাসফোরের পা ভেঙ্গে গেছে। এছাড়া ডলি রানী, শিরিত বাসফোর, সুজন বাসফোর, সাজু বাসফোর, লক্ষ্মী হেলা, রাজ বাসফোরসহ প্রায় ২৫/২৬ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, হরিজনদের সুরক্ষার জন্য আমি গামবুট, কোটিসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী দিয়েছি। ইতোমধ্যে তাদের সকল যৌক্তিক দাবী প্রায় পূরণ করা হয়েছে। মাত্র ২ ঘন্টা পরিচ্ছন্নতার কাজ থাকলেও তারা সেটিও ভাল করে না। রাতে মাতাল হয়ে পড়ে থাকে। অথচ তাদের সুখে-দুঃখে আমি পাশে থাকলেও কুচক্রী মহলের ইন্ধনে তারা সিটি করপোরেশনের বিরুদ্ধে উঠে পড়েছে। গতকাল রবিবার তারা ময়লা পরিস্কার না করলে আমি রাতে নিজে উপস্থিত হতে নগরীর ময়লা পরিস্কার করিয়েছি। এরপর তারা বস্তায় করে ময়লা নিয়ে এসে রংপুর নগরী নোংরা করেছে। আমি তাদের প্রতি সহানুভূতিশীল, কিন্তু কোন অন্যায় তো বরদাস্ত করতে পারি না। হরিজনরা রংপুর সিটি করপোরেশন ঘেরাও করে অস্থিতিশীল পরিবেশ তৈরী করেছিল। তাদের সরে যেতে বললে সিটি করপোরেশনের কর্মচারীদের উপর চড়াও হয় এবং পরবর্তীতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে আজ সোমবার বিকেলে স্থানীয় ১টি কমিউনিটি সেন্টারে হরিজন অধিকার আদায় সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে ১১ দফা দাবি আদায়ের পাশাপাশি ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতী ঘোষণা করেছেন পরিচ্ছন্নতাকর্মীরা।

মেট্রোপলিটন কোতয়ালী ওসি মোঃ মাহফুজার রহমান জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক আছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু Previous post দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
২১ আগস্ট শহীদদের স্মরণে আলোচনা সভা Next post ২১ আগস্ট শহীদদের স্মরণে আলোচনা সভা