November 9, 2024
রংপুর সিটি কর্পোরেশনের মাসিক সভায় নেই আওয়ামী লীগের কাউন্সিলরা!

রংপুর সিটি কর্পোরেশনের মাসিক সভায় নেই আওয়ামী লীগের কাউন্সিলরা!

Read Time:3 Minute, 6 Second

রংপুর সিটি কর্পোরেশনের মাসিক সভায় ছিলেন না আওয়ামীপন্থী বেশ কয়েকজন কাউন্সিলর। আওয়ামী পন্থী ওয়ার্ড কাউন্সিলররা এলাকায় না থাকায় স্থানীয় জনগণ কাউন্সিলর অফিসের সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

এই পরিস্থিতিতে বিকল্প খুঁজছেন অনেকে। তবে সিটি কর্পোরেশন বলছে পরপর ৩টি সভায় অনুপস্থিত থাকলে মেয়র তাদের কারণ দর্শানোর নোটিশ দিতে পারবেন।

জানা যায়, মঙ্গলবার (১৩ আগষ্ট) দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মেয়রসহ ৪৫ জন সদস্যের পরিষদের মধ্যে আওয়ামী পন্থী বেশ কয়েকজন কাউন্সিলর উপস্থিত ছিলেন না। ছাত্র-জনতার গণঅভ্যুথানের পরে রংপুরের আওয়ামী-লীগ নেতাদের সাথে সাথে আওয়ামী লীগপন্থী বেশ কয়েকজন কাউন্সিলরাও গা ঢাকা দিয়েছেন। অথচ কদিন আগেও ওই সব কাউন্সিলরা সিটি কর্পোরেশনসহ নিজ নিজ এলাকা দাঁপিয়ে বেড়িয়েছেন।

রংপুর সিটি কর্পোরেশনে আওয়ামী কাউন্সিলর পরিষদ গঠন করা হয়েছিল। ওই পরিষদের নেতারা এখন কে কোথায় রয়েছে কেউ বলতে পারছেনা না। তারা দীর্ঘদিন অনুপস্থিত থাকলে ওইসব এলকার মানুষ সিটি কর্পোরেশনের সেবা কিভাবে পাবেন তা নিয়ে চিন্তিত। এছাড়া সম্প্রতি হয়ে যাওয়া ছাত্র-জনতার আন্দোলনে ৪নং ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় হারা নিহত হয়। ফলে ওই ওয়ার্ডের মানুষ কিভাবে সেবা পাবেন এ নিয়ে অনেকের মাঝে প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের অনেকে অভিযোগ করে বলেন, আওয়ামীপন্থী কাউন্সিলররা এলাকায় না থাকলে স্থানীয় পর্যায়ে অনেক সমস্যার সমাধান কষ্ট সাধ্য হয়ে পড়বে। ২০৫ বর্গ কিলোমিটার আয়তনের সিটি কর্পোরেশন ৩৩টি ওয়ার্ডে মহিলা কাউন্সিলর এবং মেয়রসহ ৪৫ জন সদস্য রয়েছে।

সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহবুবার রহমান মঞ্জু জানান, বেশ কয়েকজন আওয়ামী-লীগের কাউন্সিলর সভায় ছিলেন না। পর পর ৩টি সভায় অনুপস্থিত থাকলে মেয়র তাদের কারণ দর্শানোর নোটিশ দিবেন। সভায় কোটা আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রকাশ করা হয়েছে। এছাড়াও নগরীর পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
গাইবান্ধায় শান্তি সমাবেশ Previous post গাইবান্ধায় শান্তি সমাবেশ
Next post আবু সাঈদ হত্যা : বাধ্যতামূলক অবসরে পুলিশের দুই কর্মকর্তা