October 8, 2024
৫ বছরেই রাঙ্গার নগদ অর্থ বেড়েছে ১৪ গুন!

৫ বছরেই রাঙ্গার নগদ অর্থ বেড়েছে ১৪ গুন!

Read Time:2 Minute, 17 Second

গত ৫ বছরে জাতীয় পার্টির বহিস্কৃত মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গার সম্পদ বেড়েছে ১৪ গুনের বেশি।

একই সঙ্গে জমিসহ স্থাবর সম্পদত্তিও বেড়েছে এই রাজনৈতিকের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামায় এই তথ্য পাওয়া গেছে।

জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসন থেকে মসিউর রহমান রাঙ্গা নির্বাচিত হয়েছেন। সেই হলফনামায় তিনি উল্লেখ করেছিলেন, তার নগদ ছিল ২৭ লাখ ৮,৫৪৬ টাকা। ৫ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ২৪ লাখ ৬,৬২৮ টাকায়।

এ ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৫ বছর আগে জমা না থাকলেও এবার হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৫৯,৬৯৩ টাকা।

২০১৮ সালের হলফ নামায় সঞ্চয়পত্রে বিনিয়োগ ছিলো ৮৯ লাখ ৫৬,৯৩৪ টাকা আর এবারের হলফনামায় তা দেখানো হয়েছে ২ কোটি ১ লাখ ৪,২১৫ টাকা।

৫ বছরে বেড়েছে জমিসহ স্থাবর সম্পত্তির পরিমাণও। ২০১৮ সালের হলফে জমির পরিমান ১২ একর ৩৩ শতক দেখানো হলেও এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৬ একর ৫৪ শতকে। আর ৫ বছর আগে কৃষি, অকৃষি জমি, আবাসিক ও বাণিজ্যিক ভবন, বাগান ও খামারের মূল্য ও আয় ছিল ৩ কোটি ৬৪ লাখ ২০,২৭৫ টাকা। এবার দেখানো হয়েছে ৪ কোটি ৪৭ লাখ ৪৯,৬৩৬ টাকা।

২০১৮ সালে ব্যাংক ঋণ দেখানো হয় ৯৩ লাখ ৫৩,৪১৫ টাকা। সবশেষ ২০২৩ সালের হলফ নামায় ব্যাংক ঋন দেখানো হয়েছে ১ কোটি ৭৬ লাখ ৩২,৭৭৭ টাকা।

আয়ের উৎস হিসেবে দেখিয়েছে, কৃষিখাত, বাড়ি ও দোকান ভাড়া, ব্যবসা, চাকুরীসহ শেয়ার এবং সঞ্চয়পত্র।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
পঞ্চগড়ে নিখোঁজের দুইদিন পর করতোয়া নদী থেকে মরদেহ উদ্ধার Previous post কাউনিয়ায় অগ্নিদগ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে
রাঙ্গা পন্থী নেতাদের সরিয়ে জাপার আহ্বায়ক কমিটি গঠন Next post রাঙ্গা পন্থী নেতাদের সরিয়ে জাপার আহ্বায়ক কমিটি গঠন