
রসিক নির্বাচনে ৬ নির্দেশনা
রংপুর : আসন্ন রংপুর সিটি করপোরেশনের (রসিক) নির্বাচন উপলক্ষে ৬টি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনাগুলো রিটার্নিং কর্মকর্তা মোঃ আবদুল বাতেনকে পাঠানো হয়েছে।
আজ বুধবার (১৬ নভেম্বর) সকালে ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মোঃ আতিয়ার রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রসিক নির্বাচনে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা সবার কাছে সমুজ্জ্বল রাখতে রিটার্নিং অফিসার এবং অন্যান্য কর্মকর্তাকে ছয়টি ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ইসি’র নির্দেশনাগুলো হচ্ছে-
১. বিশেষ কোনো মহলের কোনো ধরনের প্রভাব বা হস্তক্ষেপ নির্বাচনের নিরপেক্ষতা যাতে নষ্ট করতে না পারে তা আইন, বিধিমালা ও আচরণ বিধিমালার আলোকে নিশ্চিত করা।
২. নির্বাচনের মতো একটি সংবেদনশীল, স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা এমন কোনো কাজ করবেন না, যার কারণে তাদের উপযুক্ত কর্তৃপক্ষ বা স্থানীয় জনগণের কাছে হেয়প্রতিপন্ন হতে হয় এবং তারা যে পক্ষপাতদুষ্ট নন এমন ধারণা সৃষ্টির নিশ্চয়তা বিধানকল্পে প্রতিটি কাজে আইন ও বিধির যথার্থ প্রয়োগ ও অনুসরণ করা।
৩. জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে এলাকার জনগণের যৌথসভা অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে ভোটদানে উদ্বুদ্ধ করা।
৪. ভোটদানের জন্য ভোটাররা যাতে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে ভোটকেন্দ্রে আসতে পারেন সে উদ্দেশ্যে নিশ্চয়তামূলক পরিবেশ সৃষ্টির জন্য আইনশৃঙ্খলা ভ্রাম্যমাণ ইউনিটগুলোর নিবিড় টহলদানের ব্যবস্থা নেওয়া।
৫. ঝুঁকিপূর্ণ এলাকা এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে এবং যে কোনো ধরনের অশুভ কার্যকলাপ প্রতিরোধের উদ্দেশ্যে সদা সতর্ক থাকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নির্দেশ দেওয়া।
৬. ভোটকেন্দ্রের অবস্থান সম্পর্কে ভোটারদের অবহিত করার জন্য নির্বাচনের আগে ব্যাপক প্রচারের ব্যবস্থা করা।
২০১২ সালের ২৮ জুন পৌরসভা থেকে ১৮টি ওয়ার্ড বর্ধিত করে ৩৩টি ওয়ার্ড নিয়ে রংপুর সিটি করপোরেশন গঠন হয়।
বর্তমানে এই সিটির জনসংখ্যা প্রায় ১০ লাখ। আর ভোটার রয়েছে চার লাখের বেশি। তফসিল অনুযায়ী, তৃতীয়বারের মতো রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৭ ডিসেম্বর। রসিক ভোটে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২৯ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৯ ডিসেম্বর এবং ভোটগ্রহণ করা হবে ২৭ ডিসেম্বর। সকাল সাড়ে আটটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আরসিএন২৪বিডি.কম / ১৬ নভেম্বর ২০২২
আরোও খবর পড়ুন
রংপুরে বিএসটিআই’র অভিযান
রংপুরের মিঠাপুকুরে বিএসটিআই’র সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালিত হয়েছে। খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ ও ওজনে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে গতকাল...
স্তব্ধ রংপুর কর্মসূচীর বাস্তবায়নে খুনিয়াগাছে মতবিনিময় সভা
আগামী পহেলা জুন রংপুর বিভাগের বৈষম্য হঠাও, দরিদ্র কমাও এবং পদ্মা সেতুর মতো নিজস্ব টাকায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এবারের বাজেটে...
রংপুরে ব্যবসায়ী হত্যার মূল আসামি গ্রেফতার
রংপুরে অটো সার্ভিসিং ব্যবসায়ী মোঃ মনিরুজ্জামান মানিক (৪৩) হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামি মোঃ মমিনুর রহমান মমিন মিয়াকে (৩২) গ্রেফতার করেছে...
রংপুরে শান্তি সমাবেশ করেছে যুবলীগ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে রংপুরে শান্তি সমাবেশ করেছে যুবলীগ।...
বিভিন্ন প্রতিষ্ঠানে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান
খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে গতকাল বুধবার (২৪ মে) বিএসটিআই বিভাগীয়...
স্তব্ধ রংপুর কর্মসূচী বাস্তবায়নে রাজপুরে মতবিনিময় সভা
গতকাল স্তব্ধ রংপুর কর্মসূচীর সফল বাস্তবায়নে রাজপুরে মতবিনিময় সভা ও কমিটি গঠন করা হয়েছে। আগামী পহেলা জুন রংপুর বিভাগের বৈষম্য...