October 12, 2024
তুষার কান্তি মন্ডলের আরও ৪ দিনের রিমান্ড

তুষার কান্তি মন্ডলের আরও ৪ দিনের রিমান্ড

Read Time:3 Minute, 1 Second

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলায় রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলের আরও ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ সোয়েবুর রহমান তার রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মণ্ডলকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোঃ রাসেল ইসলাম আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। উভয়পক্ষের শুনানি শেষে মিলন হত্যা মামলায় তুষার কান্তি মণ্ডলের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। পুলিশ রিমান্ড শেষে আগামী ৫ অক্টোবর আসামিকে আদালতে হাজির করতে দিন ধার্য করা হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর ঢাকার সাভার থেকে আত্মগোপনে থাকা রংপুরের আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মণ্ডলকে গ্রেফতার করে র‌্যাব। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চারটি হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা আছে।

গ্রেফতারের পর তুষার কান্তি মণ্ডলকে দুই দফায় পৃথক দুটি হত্যা মামলায় রিমান্ডে নেয়া হয়। গত ১৯ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে ছিলেন তুষার কান্তি মণ্ডল।

এরপর গত ২৫ সেপ্টেম্বর ফল বিক্রেতা মোঃ মেরাজুল ইসলাম মেরাজ হত্যা মামলায় তুষার কান্তি মণ্ডলের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই রিমান্ড শেষে গত ২৯ সেপ্টেম্বর আসামি তুষার কান্তি মণ্ডলকে রংপুর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছিল।

রিমান্ডে নেয়া তুষার কান্তি মণ্ডলের বিরুদ্ধে সমবায় ব্যাংকের অর্থ আত্মসাৎ এবং সমবায় ভবন নির্মাণে অনিয়ম-দুর্নীতিসহ বিপুল পরিমাণ অর্থ লুটপাটসহ আধিপত্য বিস্তারের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
মাহবুব আরা বেগম গিনির ১০ দিনের রিমান্ড আবেদন Previous post মাহবুব আরা বেগম গিনির ১০ দিনের রিমান্ড আবেদন
গাইবান্ধায় বিলে ডুবে এক শিশুর মৃত্যু Next post গাইবান্ধায় নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু