October 12, 2024
মাহবুব আরা বেগম গিনির ১০ দিনের রিমান্ড আবেদন

মাহবুব আরা বেগম গিনির ১০ দিনের রিমান্ড আবেদন

Read Time:1 Minute, 55 Second

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়ায় এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনির বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান ভূইয়া এই রিমান্ড আবেদন করে। দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে।

এদিকে সকাল ১০টার দিকে গিনিকে আদালতে হাজির করা হয়েছে। তাকে সিজেএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে। রিমান্ড শুনানিকালে এজলাসে তোলা হশ। গতকাল সোমবার দিবাগত রাতে গিনিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে রবিউস সানি শিপু আহত হন। আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তাকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয় তিনি। চিকিৎসা শেষে সাবেক প্রধানমন্ত্রীসহ মোট ৩০ জনের বিরুদ্ধে মামলা করে শিপু।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
মাহবুব আরা বেগম গিনির ১০ দিনের রিমান্ড আবেদন Previous post সাবেক সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি গ্রেফতার
তুষার কান্তি মন্ডলের আরও ৪ দিনের রিমান্ড Next post তুষার কান্তি মন্ডলের আরও ৪ দিনের রিমান্ড