October 13, 2024
পলাশবাড়ীতে গাঁজাসহ তিনজন মাদক কারবারি গ্রেফতার

পলাশবাড়ীতে গাঁজাসহ তিনজন মাদক কারবারি গ্রেফতার

Read Time:3 Minute, 3 Second

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ৩১ কেজি শুকনো গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍‍্যাব। এই সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন, খুলনা জেলার দৌলতপুর উপজেলার ফুলবাড়ি গেট এলাকার ধলু সরদারের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৫৩), একই উপজেলার মহেশ্বর পাশা এলাকার ইউনুস হোসেনের ছেলে মোঃ সুমন হোসেন (২৯) এবং সোনাডাঙ্গা উপজেলার গোল্লামারি এলাকার সিরাজের ছেলে (পিকআপ চালক) হৃদয় (২৫)।

আজ শনিবার (২৪ আগস্ট) সকালে র‍‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (২৩ আগষ্ট) দিবাগত রাত সোয়া ১১টায় উপজেলার ব্রাক মোড়ের বাঁশকাটা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍‍্যাব-১৩ গাইবান্ধা এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে ৩ জন মাদক কারবারি লালমনিরহাট থেকে পিকআপযোগে ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ব্রাক মোড়ের বাঁশকাটা এলাকা দিয়ে অবৈধ মাদকদ্রব্য শুকনো গাঁজা নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে বগুড়ার দিকে যাচ্ছে। এমন খবরে ভিত্তিতে শুক্রবার (২৩ আগষ্ট) দিবাগত রাত সোয়া ১১ টার দিকে অভিযান পরিচালনা করে র‍‍্যাব। এই সময় ৩১ কেজি শুকনো গাঁজাসহ ওই ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেফতার মাদক কারবারিরা সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারিরা দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আসামীদেরকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
পীরগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু Previous post পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান Next post রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান